

বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ এলাকায় গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৭টি দোকান পুড়ে গেছে।
সোমবার (২৬ জানুয়ারি) রাত দেড়টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রবিউল আল আমিন।
তিনি জানান, মোট ৪টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট এর কারণে আগুনের সূত্রপাত ঘটেছে। তবে পুরো বিষয়টি তদন্ত করে জানানো হবে। পাশাপাশি ক্ষয়ক্ষতির বিষয়টিও তদন্তের পর জানানো হবে বলে জানান তিনি।
এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে আগুন নিয়ন্ত্রণে আনতে সহযোগী করেন স্থানীয়রা।
মন্তব্য করুন