কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের বৈদ্দেরবাজার নামক এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মনিরুজ্জামান পাভেল (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।
বুধবার (৬ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার ছিনাই ইউনিয়নের বৈদ্যেরবাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত পাভেল উলিপুর পৌর শহরের সরদার পাড়ার মৃত শের আলীর ছেলে।
রাজারহাট অফিসার্স ইনচার্জ আব্দুল্লাহ হিল জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, নিহত পাভেলসহ মোটরসাইকেলে যোগে তিন যুবক ছিনাই থেকে বৈদ্দেরবাজার আসতেছিল। হঠাৎ মটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা কারেন্টের পিলারে সঙ্গে ধাক্কা লাগে। গুরুতর আহত অবস্থায় এলাকাবাসী তাদের উদ্ধার করে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে রংপুর মেডিকেলে স্থানান্তর করে। পথিমধ্যে মনিরুজ্জামান পাভেলের মৃত্যু হয়। বাকি দুইজন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন।
রাজারহাট অফিসার্স ইনচার্জ আব্দুল্লাহ হিল জামান বলেন, দুর্ঘটনার বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি।
মন্তব্য করুন