কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ১১:৫২ এএম
অনলাইন সংস্করণ

ওয়াশিংটন-লন্ডন আমাদের পরিচালনা করে না : পরিকল্পনামন্ত্রী

কিশোরগঞ্জে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। ছবি : কালবেলা
কিশোরগঞ্জে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। ছবি : কালবেলা

ওয়াশিংটন-লন্ডন আমাদের পরিচালনা করে না : পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী আবদুল মান্নান বলেছেন, ওয়াশিংটন, লন্ডনের কথা বাংলাদেশে চলবে না। তারা আমাদের পরিচালনা করে না, আমরা তাদের খাই না। আমরা চাই, আমরা যেন আমাদের মতো বাঁচতে পারি। আমরা আমাদের সম্মান নিয়ে বাঁচতে চাই। আমরা এখন চাই আমাদের ঘরে যেন আমাদের মতো করে বাঁচতে পারি। আমাদের সম্মান নিয়ে মর্যাদা নিয়ে মানবিকতা সৃষ্টি করতে পারি।

বুধবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত ময়মনসিংহ গীতিকার শতর্বষ উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান (এমপি) এসব কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশের প্রতি দায়বদ্ধতা আছে। বাংলাদেশের বাইরে তার কোনো বসবাসের জায়গা নেই। আমি আপনাদেরকে দায়বদ্ধতা নিয়ে এই কথা বলতে পারি। আমরা হাওরের মানুষ। আমি নিবেদন করি হাওরের সন্তান হিসেবে গ্রামের সন্তান হিসেবে শেখ হাসিনা পিছিয়ে পড়া মানুষ, কম আয়ের মানুষ, কৃষক, মজুরসহ সকল মানুষের কাছে শেখ হাসিনার দায়বদ্ধতা আছে।

তিনি বলেন, এই মুহুর্তে আমাদের জন্য দরকার জাতীয় ঐক্য। উন্নয়নের জন্য, দারিদ্রতা কমানো, শিক্ষার হার বাড়ানো, ভালো স্বাস্থ্যের জন্য, সার্বক্ষণিক বিদ্যুৎ ব্যবস্থার জন্য, সুন্দর শহর, সুন্দর বন্দরের জন্য প্রয়োজন স্থিতিশীল পরিবেশ, দেশের শান্তি শৃঙ্খলা, অহেতুক বিবাদ নয়, দোষারোপ নয়, আর এই সকল উন্নয়নের জন্য শেখ হাসিনা সরকারকে দরকার।

জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার।

বিশেষ অতিথি কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডাঃ সৈয়দা জাকিয়া নূর লিপি (এমপি), সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ও অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মোঃ আবদুস সামাদ।

এ ছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক মো. আবুবকর সিদ্দিক, কিশোরগঞ্জের জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, পৌর মেয়র মো. পারভেজ মিয়া।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতি ফোরামের সাধারণ সম্পাদক রাশেদুল হাসান শৈলী। পরে একতা নাট্যগোষ্ঠির পরিবেশনায় ময়মনসিংহ গীতিকাভিত্তিক পালা ‘কাজল রেখা’ গীতি নৃত্য নাট্য অনুষ্ঠিত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এশিয়ার আর্চারির শীর্ষ পদে বাংলাদেশের চপল

জামায়াত কথা ও কাজে মিল রাখতে অঙ্গীকারবদ্ধ : শফিকুর রহমান

থানা ভাঙচুর মামলায় আ.লীগ নেতা কারাগারে

এই মুহূর্তে প্রাথমিক শিক্ষকদের আন্দোলনের যৌক্তিকতা নেই : গণশিক্ষা উপদেষ্টা

৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসের মাইলফলক : ব্যারিস্টার মীর হেলাল

বিওএ নির্বাচনের তপশিল ঘোষণা

১৩ নভেম্বর ঘিরে নির্দেশনা / রাজধানীর সতর্ক অবস্থানে ৫০ থানার পুলিশ

৪ হাজার মোটরসাইকেল নিয়ে জামায়াত নেতা বুলবুলের শোভাযাত্রা

বিএনপিকে নিয়ে মোনাফেকি করছে জামায়াত : কায়কোবাদ 

জামায়াতের ইসলাম আর আমাদের ইসলাম এক নয় : হেফাজত আমির 

১০

বিএনপির হয়ে যে আসন থেকে নির্বাচন করতে চান স্নিগ্ধ

১১

গডফাদারের নির্দেশে সিদ্ধিরগঞ্জ চলবে না : মান্নান

১২

অবশেষে সমাপ্তির পথে এশিয়া কাপ ট্রফি সংকট

১৩

ঝড়ের তাণ্ডবে উড়ে গেল ঘরের চাল

১৪

বিহারে এসআইআরের ভয়ে রেকর্ড ভোটার উপস্থিতি, এটা আসলে কী?

১৫

সঙ্গে থাকা স্ত্রীর ভয়ে অনেকের মুখেই ছিল তালা

১৬

কাজী আলাউদ্দিনকে বিজয়ী করতে বিএনপির গণমিছিল

১৭

‘ছাত্রশিবির ছাত্রছাত্রীদের আস্থার জায়গায় পরিণত হয়েছে’

১৮

বেসরকারি বিশ্ববিদ্যালয় পিআর অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি তুহিন, সম্পাদক আবু সাদাত  

১৯

টি-টোয়েন্টিতে অভিষেক শর্মার ঝড়ো রেকর্ড

২০
X