শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২
ফেনী প্রতিনিধি
প্রকাশ : ২০ আগস্ট ২০২৫, ০৯:১৫ পিএম
অনলাইন সংস্করণ

দেশকে আর তাঁবেদার রাষ্ট্র বানাতে দেব না : চরমোনাই পীর

ফেনীতে গণসমাবেশে বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর)। ছবি : কালবেলা
ফেনীতে গণসমাবেশে বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর)। ছবি : কালবেলা

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, যেনতেন নির্বাচনের মধ্যমে দেশকে আর তাঁবেদার রাষ্ট্র বানাতে দেব না। এখনো মৌলিক সংস্কার ও বিচার এবং লেবেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি। এ সময়ে কিসের নির্বাচন করবেন? যারা স্বৈরাচারবিরোধী আন্দোলনে মরেছে তাদের মায়েদের কী জবাব দেবেন?

বুধবার (২০ আগস্ট) ইসলামী আন্দোলন বাংলাদেশের ফেনী জেলা শাখার আয়োজনে ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি।

চরমোনাই পীর বলেন, আমরা ছেলেহারা মায়েদের আর কান্না দেখতে চাই না। অবিলম্বে তাদের বিচার দেখতে চাই। বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়, তারা সংস্কার ও বিচারের আশ্বাস দিয়েছিলেন। বিচার ছাড়া এখন নির্বাচন দিয়ে সরে গেলে জাতির কাছে কী জবাব দেবেন? অতীতে বহু মা সন্তানহারা হয়েছে। দেশ দুর্নীতিতে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে। আয়না ঘরের মতো টর্চার সেল তৈরি করে দেশে তাণ্ডব সৃষ্টি করা হয়েছে। দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে দেশবিরোধী বহু চুক্তি করা হয়েছে। আমরা সেই অবস্থায় আর ফিরে যেতে চাই না।

চরমোনাই পীর আরও বলেন, আমরা রাস্তায় নেমেছি দেশ গড়ার জন্য। আমাদের গুলির ভয় দেখিয়ে লাভ নেই। আমরা মানবতার জন্য কাজ করে। সরকারি সুবিধা ভোগ ও এমপি হওয়ার জন্য রাজনীতি করি না। যারা আমাদের গালি দিচ্ছেন তাদের বলব আমরা যে কথাগুলো বলছি তা আমাদের নিজের স্বার্থে বলছি না। আমরা চাই আমাদের দেশটি স্বপ্নের দেশে পরিণত হোক। যারা দেশের জন্য রাজনীতি করেন তাদের আহ্বান জানাব দেশকে গড়ুন, মানবতার কল্যাণে কাজ করুন। এখন দেশ গড়ার সুর্বণ সুযোগ এসেছে। এখন দেশ গড়তে না পারলে আগামী প্রজন্ম আপনাদের ঘৃণা করবে। যখন তারা ইতিহাস পড়বে তখন প্রকৃত সত্য জেনে যাবে, কী জবাব দেবেন তাদের।

তিনি বলেন, আমাদের মূল লক্ষ্য ইসলামপন্থিরা যাতে মাথা উচু করে দাঁড়াতে পারে। দেশের সব ইসলামপন্থি দল এখন ঐক্যবদ্ধ হয়েছে। তারা সবাই দেশের স্বার্থে কাজ করছে। এটি অনেকের সহ্য হচ্ছে না।

তিনি আরও বলেন, ইসলামী আন্দোলন কারও ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হবে না। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে দেশে ফ্যাসিবাদ তৈরি হবে না, গঠিত হবে জবাবদিহিতামূলক সরকার। এতে ক্ষমতার বিকেন্দ্রীকরণ ঘটবে। এতে হাসিনার মতো কেউ স্বৈরাচারী হতে পারবে না। ফলে অন্তর্ভুক্তিমূলক সরকার প্রতিষ্ঠা সম্ভব হবে।

ফেনীর জনগণের দুর্ভোগ প্রসঙ্গে সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, নদী ভাঙন, বন্যা ও পরিবেশগত অস্থিরতায় মানুষ কষ্ট পাচ্ছে। টেকসই ও বিজ্ঞানভিত্তিক বাঁধ নির্মাণ, পানি নিষ্কাশন ও বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থা উন্নয়ন জরুরি হয়ে পড়েছ। এ বিষয়ে সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান চরমোনাই পীর।

অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশের ফেনী জেলা শাখার সভাপতি গাজী এনামুল হক ভূঞার সভাপতিত্বে ও সেক্রেটারি একরামুল হক ভূঞা সঞ্চালনা করেন।

এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নুরুল করীম আকরাম, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শেখ মুহাম্মদ জয়নাল আবেদীন, আলহাজ জান্নাতুল ইসলাম, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি প্রকৌশলী আতিকুর রহমান মুজাহিদ, ফেনী-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা ফরিদ উদ্দিন আল মোবারক ও ফেনী-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ মাওলানা একরামুল হক ভুইঁয়া।

এ ছাড়া ফেনী-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ সাইফ উদ্দিন শিপন, জেলা জামায়াতে ইসলামীর আমীর মুফতি আবদুল হান্নান, খেলাফত মজলিসের নোয়াখালী জোন প্রধান মাওলানা মোহাম্মদ আলী মিল্লাত ও হেফাজতে ইসলামের জেলা সেক্রেটারি মাওলানা ওমর ফারুক উপস্থিত ছিলেন।

এ ছাড়াও অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠনগুলোর জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রকৌশলীদের মর্যাদা রক্ষায় আইইবি’র ৫ দফা দাবি

পুলিশের গাড়িতে হামলা চালিয়ে আসামি ছিনতাই

চ্যাম্পিয়ন্স লিগের লিগপর্বের ড্র অনুষ্ঠিত, রিয়াল-বার্সার প্রতিপক্ষ কারা?

সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীর বাড়িতে অগ্নিসংযোগের ভিডিওটি ভুয়া

আজীবন থাকা, কাজ ও ব্যবসার সুযোগ দেবে সৌদি, কত টাকা লাগবে

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

এবার যুক্তরাজ্য থেকে ফেরত পাঠানো হচ্ছে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের 

ফিফা কোয়ালিফায়ারে শেষবারের মতো নামছেন মেসি, জানালেন নিজেই

অপারেশন থিয়েটারে রোগীকে রেখে স্বাস্থ্যকর্মীর টিকটক, অতঃপর...

গকসু নির্বাচন : রেকর্ডসংখ্যক মনোনয়ন বিতরণ 

১০

চট্টগ্রামে হবে আইইসিসি মাল্টিডেস্টিনেশন এডুকেশন এক্সপো 

১১

চব্বিশের বিজয়ীদের কার্যকলাপে দেশের মানুষ অতিষ্ঠ : কাদের সিদ্দিকী

১২

ঢাকার মার্কিন দূতাবাসে হামলার আশঙ্কা নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা

১৩

প্যানেলে তন্বির জন্য পদ শূন্য রাখলেও একই পদে লড়ছেন বাগছাসের এক নেতা

১৪

বিশ্বকাপ বাছাইয়ের শেষ দুই ম্যাচের জন্য আর্জেন্টিনা দল ঘোষণা

১৫

আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন রাজনৈতিক জোট

১৬

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বিএনপি অঙ্গীকারবদ্ধ : এনামুল হক চৌধুরী

১৭

জিপিএ ৫ পেয়েও দ্বিতীয় ধাপে কলেজ পায়নি ১৪১৮ জন

১৮

পররাষ্ট্র মন্ত্রণালয়ে বড় রদবদল

১৯

রাজশাহীর প্রবীণ সংবাদপত্র এজেন্ট হেকমত উল্লাহ মারা গেছেন

২০
X