ফেনী প্রতিনিধি
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ০৫:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

এলাকার উন্নয়নে ধানের শীষে ভোট দিন : মিন্টু

দাগনভূঁইয়ায় নির্বাচনী প্রচারণায় বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। ছবি : কালবেলা
দাগনভূঁইয়ায় নির্বাচনী প্রচারণায় বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। ছবি : কালবেলা

ফেনী-৩ (দাগনভূঁইয়া-সোনাগাজী) আসনে বিএনপির প্রার্থী ও দলের ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, এলাকার উন্নয়ন ত্বরান্বিত করতে হলে ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে। আমি আপনাদেরই সন্তান, আপনাদের দোয়া ও সহযোগিতা নিয়ে এলাকার সেবা করতে চাই।

সোমবার (২৬ জানুয়ারি) সকালে দাগনভূঁইয়া উপজেলার রামনগর ইউনিয়নের আজিজ ফাজিলপুর গ্রামে ফেনী-মাইজদী সড়কে নির্বাচনী গণসংযোগকালে এসব কথা বলেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত এ গণসংযোগে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।

ভোটারদের উদ্দেশ্যে আবদুল আউয়াল মিন্টু বলেন, অতীতে আমার বাবা ও ভাইদের নির্বাচনে আপনারা অকুণ্ঠ সমর্থন দিয়েছেন। আমি নিজে জীবনে কোনোদিন নির্বাচন করিনি, এবারই প্রথম আপনাদের প্রতিনিধি হতে দাঁড়িয়েছি। শেষ জীবনে আপনাদের সঙ্গে থেকে এলাকার উন্নয়নে বাকি সময়টুকু উৎসর্গ করতে চাই।

তিনি আরও বলেন, নির্বাচিত হলে স্বাস্থ্য, শিক্ষা ও কৃষি খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। কৃষকদের বন্ধু হিসেবে উল্লেখ করে তিনি বলেন, কৃষকরাই আমাদের প্রাণ। তাদের জীবনমান উন্নয়নে আমি বদ্ধপরিকর।

বিএনপির এ প্রার্থী বলেন, নির্বাচিত হলে প্রতিটি সমাজ থেকে মাদক, চাঁদাবাজ, সন্ত্রাস ও অস্ত্রবাজদের কঠোরভাবে প্রতিহত করা হবে। নির্বাচিত হয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে একটি সুন্দর ও সুশৃঙ্খল মডেল আসন উপহার দিতে চাই।

গণসংযোগকালে দাগনভূঁইয়ার রামনগর ইউনিয়নের উত্তর সেকান্দরপুর এলাকায় এক ব্যতিক্রমী ও সৌহার্দ্যপূর্ণ দৃশ্যের অবতারণা হয়। কাজীরপুল নামক স্থানে মিন্টুর সঙ্গে তার প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত প্রার্থী ফখরুদ্দিন মানিকের দেখা হয়। এ সময় আবদুল আউয়াল মিন্টু এগিয়ে গিয়ে মানিককে বুকে জড়িয়ে ধরেন এবং ভাই ভাই সম্বোধন করেন। দুই নেতা একে অপরকে নির্বাচনী মাঠে সহযোগিতার আশ্বাস দেন, যা উপস্থিত সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক প্রশংসিত হয়।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন- দাগনভূঁইয়া উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আকবর হোসেন, থানা যুবদলের সভাপতি কবির আহম্মেদ ডিপলু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন টিংকু ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, আবদুল আউয়াল মিন্টুর নির্বাচনী মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক ছলিম উল্লাহ মেজবাহসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিভিন্ন স্তরের নেতারা। দিনব্যাপী তিনি রামনগর ও সিন্দুরপুর ইউনিয়নের প্রায় ২০টি স্থানে পথসভা ও গণসংযোগ সম্পন্ন করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারত বিশ্বকাপের অ্যাক্রিডিটেশন বাতিল, প্রতিক্রিয়ায় যা বললেন সাংবাদিকরা

এই নির্বাচন শুধু জনপ্রতিনিধি বানানোর নয়, রাষ্ট্র বিনির্মাণের :  রবিউল

পাগড়ি পরিয়ে ৩৫ কোরআনে হাফেজকে সম্মাননা

ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

নুরুদ্দিন অপুর ধানের শীষের সমর্থনে এক হলেন শরীয়তপুর ৩ আসনের সব দল

ডাকসু সদস্য সর্বমিত্র চাকমাকে শোকজ

আশি বছর বয়সী তুতা মিয়ার জীবন কাটে রিকশার প্যাডেলে

নির্বাচনী প্রতিশ্রুতি নয়, জনগণের প্রতি দায়বদ্ধতা : রবিন

বিএনপি নেতা আনম সাইফুলের মা জাহানারা বেগম আর নেই

ইরানে হামলায় নিজেদের ভূখণ্ড ব্যবহারের অনুমতি দেবে না আমিরাত

১০

সবার জন্য ন্যায়বিচার ও কর্মসংস্থানের বাংলাদেশ গড়া হবে : জামায়াত আমির

১১

যে কোনো সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা চুক্তি সই : জেলেনস্কি

১২

ইরান ইস্যুতে ইরাক থেকে হুমকি পেল যুক্তরাষ্ট্র

১৩

বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করল আইসিসি

১৪

স্বর্ণের দামে নতুন ইতিহাস, ভরিতে বাড়ল ৫ হাজার

১৫

অভিনয় ছেড়ে দুবাইয়ে ব্যবসায় মজেছেন অভিনেত্রী

১৬

জামিন পেলেও এখনই মুক্তি মিলছে না সাদ্দামের

১৭

নারী নির্মাতাদের চলচ্চিত্র নির্মাণ কর্মশালার দ্বিতীয় আসর সম্পন্ন 

১৮

‘ইয়ামাল অন্য গ্রহের খেলোয়াড়’

১৯

ছাদখোলা বাসে রাজশাহী ওয়ারিয়র্সকে বরণ, উৎসবে মাতল পুরো নগরী

২০
X