রংপুর প্রতিনিধি
প্রকাশ : ২০ আগস্ট ২০২৫, ১১:০১ পিএম
অনলাইন সংস্করণ

ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য সব প্রস্তুতি নিয়েছে সরকার : উপদেষ্টা আসিফ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি : কালবেলা
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি : কালবেলা

জুলাই সনদের বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐক্যমতে আসলে ফেব্রুয়ারির নির্বাচনে দৃঢ়ভাবে আগানো যাবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

তিনি বলেন, সরকার ফেব্রুয়ারিতে নির্বাচন দেওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করছে। সরকারের বিভিন্ন বক্তব্য ও প্রেস উইংয়ের বক্তব্য আপনারা দেখেছেন। এখন জুলাই সনদের বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য কমিশনের যে বৈঠক সেখানে একটা ঐক্যমতে আসা গেলে নির্বাচনের দিকে আরও দৃঢ়ভাবে আগাতে পারব।

বুধবার (২০ আগস্ট) বিকেলে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে শহীদ আবু সাঈদ তৃতীয় স্তম্ভে ফুলের শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এ সময় উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, আমরা স্থানীয় সরকার নির্বাচন আগে করতে চেয়েছিলাম কিন্তু রাজনৈতিক দলগুলোর ঐকমত্য না হওয়ার কারণে সেটা সম্ভব হয়নি। তবে আমরা এখনো এটা মনে করি যে মানুষের দৈনন্দিন যে সেবা ব্যাহত হচ্ছে জন্ম নিবন্ধন, মৃত্যু সনদ, এনআইডি কার্ড থেকে শুরু করে সব ধরনের দৈনন্দিন সেবার জন্য মানুষ সরকারের ওপর নির্ভরশীল। এগুলো নিরসনের জন্য যত দ্রুত সম্ভব স্থানীয় সরকার কাঠামো পুনর্গঠন করা অর্থাৎ নির্বাচন দেওয়া প্রয়োজন।

তিনি বলেন, বিগত সময়ে স্থানীয় সরকার নির্বাচনেও ভোট চুরি ও কেন্দ্র দখল করা হয়েছে সে কারণে উপজেলা পরিষদ, জেলা পরিষদ, সিটি কর্পোরেশন এবং পৌরসভাগুলোকে ভেঙে দিতে হয়েছে। কিন্তু সেই জায়গাগুলোতে যে ‘ভ্যাকেন্সি’ তৈরি হয়েছে সেখানে আমাদের সরকারি অফিসাররা দুই-তিনটা অতিরিক্ত দায়িত্ব পালন করছে সেক্ষেত্রে তাদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।

ইউনিয়ন পরিষদ ভেঙে দিলে জাতীয় সংকট সৃষ্টি হবে জানিয়ে তিনি বলেন, ইউনিয়ন পরিষদ ও ওয়ার্ড পর্যায়ে যদি আমরা ভেঙ্গে দেই তাহলে সেটা পরিচালনা করার জন্য আমাদের পর্যাপ্ত অফিসার নাই। সেক্ষেত্রে একটি জাতীয় সংকট তৈরি হবে। সেই জায়গা থেকে ইউনিয়ন পরিষদ ভেঙ্গে দেওয়া হয়নি। তবে যারা কট্টর আওয়ামী লীগের ফ্যাসিবাদীদের চেয়ারম্যান ছিলেন তারা ৫ আগস্টের পর যথারীতি পালিয়ে গেছে। সেই জায়গাগুলোতে প্যানেল চেয়ারম্যান বা প্রশাসনের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

আঞ্চলিক বৈষম্য নিরসনে সরকারের উদ্যোগের কথা জানিয়ে তিনি বলেন, বরাদ্দ কিংবা বাজেট দীর্ঘদিনের একটা প্রসেস ও প্র্যাকটিসের মধ্য দিয়ে চলে এসেছে। এখন প্রতিটি জায়গায় ধরে ধরে সরকার সেই পলিসি থেকে বের হয়ে আসছে।স্থানীয় সরকার থেকে আমরা আঞ্চলিক বৈষম্য নিরসনের জন্য ইতোমধ্যে প্রয়োজনীয় প্রায় ২৯টা প্রজেক্টের সংশোধন করছি। এটা তো একদিনে বা রাতারাতি পরিবর্তন হওয়া সম্ভব না। সদিচ্ছা থাকলে যত সময় যাবে এগুলো আস্তে আস্তে সমাধান হয়ে আসবে।

এ সময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. শওকাত আলী, পুলিশ কমিশনার মো. মজিদ আলী, জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল ও জেলা পুলিশ সুপার মো. আবু সাইমসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জেনে নিন আজকের নামাজের সময়সূচি

এলোপাতারি কুপিয়ে স্ত্রীকে হত্যা

ক্যাশমেমো নেই, খুচরা বাজারে দ্বিগুণ দাম কাঁচামালে

রামপুরায় ভবনের ৬ তলা থেকে পড়ে রডমিস্ত্রির মৃত্যু

কুড়িয়ে পাওয়া ২ লাখ ৮০ হাজার টাকা ফেরত দিলেন ভ্যানচালক

বুড়িগঙ্গা থেকে লাশ উদ্ধার / ৪ জনকেই হত্যা করা হয়েছে, ধারণা পুলিশের

ওসির বদলির খবরে মোহাম্মদপুর থানার সামনে মিষ্টি বিতরণ স্থানীয়দের

বিএনপি নেতা আব্দুস সালামের চিকিৎসার খোঁজ নিলেন ডা. কাঁকন 

সিপিএলে ইতিহাস গড়ে ফ্যালকনসকে জেতালেন সাকিব

নতুন ই-লার্নিং প্ল্যাটফর্মের উদ্বোধন / মাত্র ১০০ টাকায় করা যাবে দক্ষতা, চাকরি কিংবা ভর্তি প্রস্তুতির কোর্স

১০

সড়কের মাঝখানে গাছ রেখেই ঢালাই সম্পন্ন 

১১

বুটেক্স সাংবাদিক সমিতির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

১২

টানা ৮ ঘণ্টা অবরুদ্ধ জবির ভিসি

১৩

৬৪ জেলার নেতাকর্মীদের নতুন বার্তা দিল এনসিপি

১৪

ম্যানইউর জয়হীন ধারা অব্যাহত, এবার ফুলহামের মাঠে ড্র

১৫

ব্র্যাক ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা-পেশাজীবীদের নিয়ে ‘আগামীর পথ’ অনুষ্ঠিত

১৬

প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে সাকিবের অনন্য কীর্তি

১৭

জুলাই যোদ্ধা শহীদ তানভীরের চাচা খুন

১৮

ভরা জোয়ারে ডুবে যায় বিদ্যালয়, শঙ্কায় অভিভাবক-শিক্ষার্থী

১৯

যেভাবে গ্রেপ্তার হলেন তৌহিদ আফ্রিদি

২০
X