মনজু বিজয় চৌধুরী, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ০৬:১৬ পিএম
অনলাইন সংস্করণ

শ্রীমঙ্গলে শুভ্রতা ছড়াচ্ছে শরতের কাশফুল

কাশফুল, নীল আকাশ আর সাদা মেঘ যেন মিলেমিশে একাকার। ছবি : কালবেলা
কাশফুল, নীল আকাশ আর সাদা মেঘ যেন মিলেমিশে একাকার। ছবি : কালবেলা

চায়ের রাজধানীখ্যাত মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এখন শুভ্রতা ছড়াচ্ছে শরতের কাশফুল। শ্রীমঙ্গল শহরের ভানুগাছ রোড, উপজেলার নোয়াগাঁও, রাজঘাটসহ বিভিন্ন স্থানে নৈসর্গিক সৌন্দর্যে অনন্য শরতে বাতাসে দোল খাওয়া কাশফুল কেবলই মুগ্ধতা ছড়াচ্ছে।

কাশফুলের বালুচরের বিস্তীর্ণ এলাকাজুড়ে মাথা উঁচু করে দোল খাচ্ছে শুভ্র সাদা কাশফুল। কাশবনে কাশফুল ফোটে মুগ্ধতা ছড়িয়েছে প্রাণ-প্রাকৃতিতে। ছড়ার পাশে প্রায় এক কিলোমিটার জায়গাজুড়ে এখন কাশফুলের শুভ্র চাদরে ছেয়ে গেছে।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) সরেজমিনে দেখা যায়, কাশফুলের বালুচরে অপরূপ সাদা কাশফুলের বাতাসে দোল খাওয়ার দৃশ্য দেখতে কতই না মনোরম। এমন নয়নাভিরাম সৌন্দর্য এবং কাশফুলের হেলে দুলে থাকার দৃশ্য অপূর্ব। আরেক দর্শনার্থী দীপ বুনার্জি বলেন, ঋতু পরিক্রমায় বাংলার প্রকৃতিতে এখন শরৎকাল। রাশি রাশি কাশফুল ছড়াচ্ছে শ্বেত শুভ্র নৈসর্গিকতা। যা মুগ্ধ করছে প্রকৃতিপ্রেমীদের। কাশফুল দেখতে আসা মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, শরৎকাল তার উপস্থিতির জানিয়ে দিচ্ছে নীল আকাশে সাদা মেঘের আনাগোনা। এদিকে কাশফুল তার অপরূপ সৌন্দর্য ছড়াচ্ছে, আর এই সৌন্দর্য উপভোগ করতেই এখানে আসা।

বিটিআরআই সংলগ্ন ছড়ার পাশে বালুচরের কাশবনে কাশফুল দেখতে এসেছেন রাকিব, রাজু, পারমিতা। তাদের সঙ্গে আলাপকালে তারা বলেন, দশরৎ ঋতুর কথা মনে এলেই আমাদের চোখের কোণে ভেসে ওঠে ফুটন্ত সাদা কাশফুল। তা স্বচক্ষে দেখতেই আসা।

কাশফুল দেখতে আসা স্থানীয় ট্যুর গাইড শ্যামল দেব বর্মা বলেন, দিগন্ত জোড়া কাশফুলের মনোরম দৃশ্য মানব মনকে করে তোলে আন্দোলিত ও প্রফুল্ল। কাশবন শুধু প্রকৃতির সৌন্দর্য বৃদ্ধি করে না, এর রয়েছে নানা ঔষধি গুণও। নদীর ধার, জলাভূমি, চরাঞ্চল, শুকনো এলাকা, পাহাড় কিংবা গ্রামের উঁচু স্থানে কাশের ঝাড় বেড়ে ওঠে। তবে নদীর তীরেই কাশফুল বেশি দেখা যায়।

শ্রীমঙ্গল শহর থেকে মাত্র আড়াই কিলোমিটার দূরে ভানুগাছ সড়কের পাশে বেলতলী সংলগ্ন ভুড়ভুড়িয়া ছড়ার পাশে কাশফুলের বালুচরের অবস্থান। ভানুগাছে যাওয়ার রাস্তা ধরে খানিকটা সামনে এগোলেই (বিটিআরআই সংলগ্ন) উঁচু-নিচু টিলার মধ্যে চা বাগান। সবুজ চা বাগানের ভেতর দিয়ে বয়ে চলেছে পাহাড়ি ছড়া। ছড়ার দুপাশেই প্রাকৃতিকভাবেই তৈরি হয়েছে এই কাশফুলের বালুচর। অপরূপ সাদা কাশফুলের বাতাসে দোল খাওয়ার দৃশ্য মনোরম। এমন নয়নাভিরাম সৌন্দর্য যেন হাতছানি দিয়ে ডাকছে পর্যটকসহ প্রকৃতিপ্রেমী মানুষদের। প্রতিদিন প্রকৃতিপ্রেমীদের পদচারণে মুখরিত ভানুগাছ সড়কের কাশফুলের বালুচর। আর প্রকৃতিপ্রেমীরা ছুটছে অপার সৌন্দর্য উপভোগ করতে। স্থানীয় প্রকৃতিপ্রেমীরা এখানে আসছেন। কেউবা আনন্দে হারিয়ে যাচ্ছেন কাশবনে। কেউ তুলছেন ছবি আবার কেউ হাত বুলিয়ে নিচ্ছেন কাশফুলে। শ্রীমঙ্গল উপজেলার রাজঘাট ইউনিয়নের বর্মাছড়া চা বাগানের ভেতরে ছড়ার সংলগ্ন বিশাল কাশবনে ফুটেছে কাশফুল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েল থেকে মুক্তি পেয়ে তুরস্কে শহিদুল আলম

দক্ষিণ কোরিয়ার জালে ব্রাজিলের গোলবন্যা

বিয়ের পিঁড়িতে বসছেন অভিনেত্রী তৃষা

আইফোনের চার্জ দ্রুত শেষ হওয়ার জন্য দায়ী যে অ্যাপ

লিবিয়া থেকে দে‌শে ফিরলেন আরও ৩০৯ বাংলাদেশি

চলতি মাসেই ঘূর্ণিঝড়ের আশঙ্কা, হতে পারে বন্যাও

জামায়াতের মনোনয়ন পেলেন তুরস্কফেরত ড. হাফিজ

এশিয়া কাপ ট্রফি তালাবদ্ধ করে রেখেছেন নকভি, কারও ছোঁয়াও নিষেধ

অভিনয়-নির্মাণে ব্যস্ত পলাশ

কত বয়সে শুরু করবেন কোলেস্টেরল টেস্ট? চিকিৎসক যা বলছেন

১০

অবৈধ পার্কিংয়ে বাসচালককে জরিমানা, পুলিশ সদস্যের ওপর হামলা

১১

পাল্টে যাচ্ছে ফুটবল বিশ্বকাপের সময়

১২

১৭ জেলায় রাতে ঝড়ের আভাস

১৩

ইমেরিটাস অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম আর নেই

১৪

দিল্লিতে বসে হাসিনার অপরাজনীতি চলবে না : রাশেদ প্রধান

১৫

ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেলেন শহিদুল আলম

১৬

এরদোয়ানের সবুজ সংকেত, গাজা মিশনের জন্য প্রস্তুত তুর্কি সেনা

১৭

শাহবাগের তিন জায়গায় ৩ জনের মরদেহ

১৮

মিয়ানমারে আবারও সংঘাত, সীমান্তে গোলাগুলি

১৯

এক রাতে ছয়টি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি

২০
X