বরিশাল সিটি করপোরেশনের ৫ নম্বর ওয়ার্ডের কোস্টগার্ড সংলগ্ন পলাশপুর কলাপট্টি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৭ জুন) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আগুন লাগে।
এদিকে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে বলে কালবেলাকে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এডি মো. বেল্লাল হোসেন।
ওই বস্তির একটি টিনের ঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ১৫ থেকে ২০টি ঘর পুড়ে গেছে।
মন্তব্য করুন