নওগাঁয় বজ্রপাতে চারজন শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ জুন) বিকেল থেকে সন্ধ্যার মধ্যে পত্নীতলা ও পোরশা উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন- পত্নীতলা উপজেলার আকবরপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের খাদেমুল ইসলাম (৪৫), মোতাহার হোসেন (৩৫), দিবর ইউনিয়নের ছোটমহারনছদী গ্রামের মাসুদ রানা (১৯) এবং পোরশা উপজেলার নিতপুর সোহাতী গ্রামের আজিজুল হক (৬৫)।
স্থানীয়দের বরাত দিয়ে পত্নীতলা থানার ওসি পলাশ চন্দ্র দেব জানান, খাদেমুল ইসলাম ও মোতাহার হোসেন বিকেলে একটি আমবাগানে কাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাতসহ বৃষ্টি শুরু হলে ঘটনাস্থলেই তারা মারা যান। অপরদিকে মাসুদ রানা আমবাগানে কাজ শেষে বাড়ি ফেরার পথে বজ্রপাতে মারা যান।
এদিকে পোরশা থানার ওসি জহুরুল হক জানান, আজিজুল হক আজ বিকেলে গরুকে ঘাস খাওয়ানোর জন্য মাঠে যান। এ সময় হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মন্তব্য করুন