বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৩, ১০:০২ পিএম
অনলাইন সংস্করণ

নাটোরে খাসির মাংসের কেজি ২০ টাকা! 

নাটোরের বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি : কালবেলা
নাটোরের বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি : কালবেলা

বাজারে প্রতি কেজি ছাগলের (খাসির) মাংসের বর্তমান মূল্য এক হাজার টাকা। তবে, অবিশ্বাস্য হলেও নাটোরের বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরবরাহ করা প্রতি কেজি খাসির মাংসের মূল্য মাত্র ২০ টাকা। এ ছাড়া প্রতি কেজি ব্রয়লার মুরগির মাংস ২০ টাকা, চিনি, চিড়া, সেমাই, মিষ্টি, প্রতি লিটার দুধ ও প্রতি পিস ডাবের মূল্য মাত্র ১০ টাকা। এমন অদ্ভুত মূল্যেই খাবার সরবরাহ করছে হাসপাতালে খাবার (পথ্য) সরবরাহকারী ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সাইদুল ট্রেডার্স।

অথচ, সরবরাহ করা খাবারের মূল্য স্থানীয় বাজারমূল্যের সাথে সামঞ্জস্যপূর্ণ থাকার সরকারি নির্দেশনা আছে। সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করে, নিয়ম বহির্ভূতভাবে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০২১-২২ অর্থবছরে পাবনা জেলার মেসার্স সাইদুল ট্রেডার্সকে রোগীদের পথ্য সরবরাহের কাজ দেওয়া হয়। মেয়াদ শেষে চলতি ২০২২-২৩ অর্থবছরে খাবার (পথ্য) সরবরাহের দরপত্র আহ্বান করে হাসপাতাল কর্তৃপক্ষ। দরপত্র যাচাই বাছাই ও মূল্যায়ন কমিটি বাগাতিপাড়ার মেসার্স ইমন ট্রেডার্সকে নিম্ন দরদাতা হিসেবে নাটোর জেলা সিভিল সার্জন অফিসে পাঠায়। কিন্তু, সিভিল সার্জন অফিস পুনর্মূল্যায়নের জন্য নির্দেশ দেন। সেই মোতাবেক গঠিত ৫ সদস্যের পুনর্মূল্যায়ন কমিটি পুনরায় যাচাই-বাছাই শেষে একটি প্রতিবেদন দাখিল করেন। সেখানে উল্লেখ করেন, খাসির মাংসের স্থানীয় বাজার দর প্রতি কেজি ৮শ টাকা কিন্তু ঠিকাদারের দাখিলকৃত দর ২৮ টাকা, জ্বালানি খড়ির দাপ্তরিক বাজার দর ১০ টাকা, ঠিকাদারের দর ২০ টাকা, সোনালি মুরগির দাপ্তরিক বাজার দর ২শ টাকা ঠিকাদারের দাখিলকৃত দর ৪শ টাকা, যা পিপিআর-২০০৬ এর ১৯/১ ধারার বহির্ভূত। ফলে, ইমন ট্রেডার্সকে স্থগিত করে পুনর্মূল্যায়ন কমিটি।

অথচ, পূর্বের ২০২১-২২ অর্থবছরে ২০ টাকা কেজি দরে খাসির মাংস সরবরাহকারী সাইদুল ট্রেডার্সকে আবারও খাবার (পথ্য) সরবরাহ ও অন্যান্য কাজ সম্পাদনের জন্য বলা হয়।

এ ব্যাপারে ইমন ট্রেডার্সের স্বত্বাধিকারী আব্দুল মমিন বলেন, আমি ২০১৬ সাল থেকে দীর্ঘসময় হাসপাতালে পথ্য সরবরাহকারী। ২০২১-২২ অর্থবছরে বাজারদরের সাথে মিল রেখে টেন্ডার জমা দিই। কারণ, টেন্ডার জমাদানের ক্ষেত্রে বাজারদরের চেয়ে অতি উচ্চ এবং কম মূল্য গ্রহণযোগ্য নয় বলে উল্লেখ আছে। কিন্তু বাজারদরের চেয়ে কম মূল্য দেওয়া পাবনার মেসার্স সাইদুল ট্রেডার্সকে অনিয়মতান্ত্রিকভাবে কাজ দেয় হাসপাতাল কর্তৃপক্ষ ।

অথচ, ২০২২-২৩ অর্থবছরে একটি পণ্যের বাজারমূল্যের চেয়ে আমার জমা দেওয়া মূল্য কম হওয়ায় আমাকে কাজ দেওয়া হয় না।

বর্তমানে পথ্য সরবরাহের দায়িত্বে থাকা মেসার্স সাইদুল ট্রেডার্সের পরিচালক কালবেলাকে বলেন, সরকারি হাসপাতালে খাবার সরবরাহের কাজ পাওয়ার প্রতিযোগিতায় টিকে থাকতে বাধ্য হয়েই সর্বনিম্ন দাম দিতে হয়। পথ্য সরবরাহের টেন্ডার পেতে হলে যার পণ্যের দর কম তাকেই কাজ দেওয়া হয়। কাগজ-কলমে বাজারদরের সাথে সামঞ্জস্য থাকার নিয়ম থাকলেও তা কার্যকর হয় না।

বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রাজ্জাক বলেন, বছরে দুই-তিন দিন হাসপাতালে খাসির মাংস সরবরাহ করা হয়। তাই, পথ্য সরবরাহের টেন্ডার পাওয়ার ক্ষেত্রে মূল্যায়ন কমিটি খাসির মাংসের বাজারদর মূল্যায়ন করেন না। অনিয়মিত পণ্যের পাশাপাশি নিয়মিত যেসব খাবার সরবরাহ করা হয় ইমন ট্রেডার্স সেসব খাবারের দর বেশি দেয়। যার ফলে, পুনর্মূল্যায়ন কমিটি তার খাবার সরবরাহের অনুমতি বাতিল করে। এ ছাড়া, খাসির মাংস সরবরাহের দিনগুলোতে নিজে উপস্থিত থেকে তদারকি করেন বলে জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাকসু স্থগিত হওয়ায় ক্লাস-পরীক্ষা বর্জনের ডাক 

যশোরে ৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার, দুটিতে বিদ্রোহী

ইন্ডাকশন নাকি ইনফ্রারেড, কোনটি কিনবেন?

স্বর্ণের দাম দুনিয়ার সব রেকর্ড ছাড়াল

আজ ৫ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

কিংবদন্তি অভিনেতা ব্রুস লিয়াং সিউ-লাং আর নেই

ময়মনসিংহে সরে দাঁড়ালেন ১৯ জন, ভোটে লড়বেন ৬৭ প্রার্থী

দুই নেতার ব্যক্তিগত মেসেজ ফাঁস করে দিলেন ট্রাম্প

মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে পোস্টাল ভোটবিষয়ক মতবিনিময়

পার্টটাইম চাকরি দেবে এসএমসি

১০

মানবতাবিরোধী অপরাধ / জয়-পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ

১১

সাভারে শীতার্ত মানুষের পাশে বিএনপি

১২

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট ফেরি চলাচল স্বাভাবিক

১৩

যুদ্ধবিরতির মধ্যেও সিরিয়ায় ড্রোন হামলা

১৪

টাঙ্গাইলে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ৯ প্রার্থী

১৫

বিএনপিতে যোগ দিলেন আ.লীগের ১৫ নেতাকর্মী

১৬

গাজা ইস্যুতে ফ্রান্সকে ২০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

১৭

ঢাকায় শীত নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

১৮

বিএসআরএম কারখানায় বিস্ফোরণ

১৯

রাজধানীতে আজ কোথায় কী

২০
X