বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫, ০৪:৪০ পিএম
অনলাইন সংস্করণ

বরিশালে ৩০ সনাতন ধর্মাবলম্বীর বিএনপিতে যোগদান

বরিশালে বিএনপিতে যোগ দিয়েছেন ৩০ সনাতন ধর্মাবলম্বী। ছবি : কালবেলা
বরিশালে বিএনপিতে যোগ দিয়েছেন ৩০ সনাতন ধর্মাবলম্বী। ছবি : কালবেলা

বরিশালে বিএনপিতে যোগ দিয়েছেন ৩০ সনাতন ধর্মাবলম্বী। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে হিজলা উপজেলার কাউরিয়া বাজারে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মেজবাহ উদ্দিন ফরহাদের হাতে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।

এদের মধ্যে স্থানীয় পূজা উদযাপন কমিটিসহ হিন্দু নেতারা রয়েছেন। তারা পেশায় ব্যবসায়ী, চাকরিজীবীসহ বিভিন্ন পেশায় জড়িত। এ সময় বিএনপি নেতারা যোগদান করা হিন্দু সম্প্রদায়ের লোকদের গলায় ফুলের মালা দিয়ে বরণ করে নেন।

যারা যোগদান করেছেন তারা হলেন- স্থানীয় রতন চন্দ্র সরকার, নকুল চন্দ্র সরকার, শ্যামল চন্দ্র সরকার, নৃপেল চন্দ্র সরকার, লিটন চন্দ্র দাস, রাজীব চন্দ্র দাস, গোপাল চন্দ্র ঘরামী, অজয় চন্দ্র সরকার, সুকান্ত সরকার, দীপ্ত চন্দ্র রায়, নেপাল চন্দ্র সরকার, বিকাশ চন্দ্র মণ্ডল, বিপ্লব চন্দ্র মণ্ডল, লক্ষ্মীতান্ত হালদার, বাবুল খলিফা, শংকর, বিলাস দাস, জয়দেব, সজীব, সঞ্জীব, জীবন, রায়মোহন, বাদল চন্দ্র শীল, রাজীব চন্দ্র, লিটন চন্দ্র, আশীষ এবং শুভ শীলসহ ৩০ জন।

তারা হিজলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুজ্জামান খান সজল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতির উদ্যোগে সরকার ও ক্রীড়া সম্পাদক স্বপর দাসের নেতৃত্বে বিএনপিতে যোগদান করেন। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুজ্জামান সজল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার রাতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল-৪ আসনের সাবেক সংসদ সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদ হিজলা উপজেলায় শারদীয় দুর্গাপূজার বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেন। পরে রাতে উপজেলার কাউরিয়া বাজারে পথসভা করেন তিনি।

এ সময় বরিশাল উত্তর জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মো. শহিদুল্লাহ, উপজেলা বিএনপির আহ্বায়ক গাফ্ফার শেখসহ বিএনপি ও তার অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। পথসভায় হিন্দু সম্প্রদায়ের লোকেরা সপ্রণোদিত হয়ে বিএনপিতে যোগদান করেন।

এ সময় মেজবাহ উদ্দিন ফরহাদ বলেন, ফ্যাসিস্ট হাসিনা ক্ষমতা দখল করতে হিন্দু সম্প্রদায়কে ব্যবহার করেছে। সনাতনী মানুষের ওপর হামলা করিয়ে বিরোধী দল দমন করেছে। জুলাই-আগস্ট অভ্যুত্থানের মাধ্যমে দেশের জনগণ খুনি হাসিনাকে দেশ ছাড়া করেছে।

তিনি বলেন, আজ হিন্দু সম্প্রদায়ের লোকদের দলে দলে বিএনপিতে যোগদান প্রমাণ করে দেয়, বিএনপি সব সময় হিন্দুদের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। এ সময় তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হিন্দু সম্প্রদায়সহ সব শ্রেণির মানুষের প্রতি আহ্বান জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক মাসের মধ্যে হাসিনার ফাঁসির রায় কার্যকর করতে হবে : নাহিদ

২৮ নেতাকে ‘সুখবর’ দিল বিএনপি

আজই বানিয়ে নিন বাটার গার্লিক চিকেন

‘আ.লীগের চূড়ান্ত দাফন নিশ্চিত না হওয়া পর্যন্ত লড়াই যেন থেমে না যায়’

রাতে বৈঠক ডেকেছে বিএনপি

হাসিনার রায়ের পর ভারতকে বাংলাদেশের চিঠি, কী বলা হয়েছে?

বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২

শেখ হাসিনার প্রকাশ্য ফাঁসির ব্যবস্থা করতে হবে : রাশেদ প্রধান

শেখ হাসিনার ফাঁসির রায়ে জয়পুরহাটে আনন্দ মিছিল

শেখ হাসিনার ফাঁসির রায়ে আবু সাঈদের বাবার প্রতিক্রিয়া

১০

বনানীতে উদ্বোধন হলো সেভয়ের প্রথম ফ্ল্যাগশিপ আউটলেট

১১

জনগণকে যে আহ্বান জানাল অন্তর্বর্তী সরকার

১২

মৃত্যুদণ্ডের রায়ে কষ্ট অনুভব করছেন আইনজীবী আমির হোসেন

১৩

গ্রামীণ ইন্ডাস্ট্রিয়াল পার্কে হামলা, ককটেল বিস্ফোরণ

১৪

ইন্টেলেকচুয়াল প্রপার্টি ও উদ্ভাবনী অর্থনীতি : বাংলাদেশের পরবর্তী চালিকাশক্তি

১৫

২১ নভেম্বর উপলক্ষে আইএসপিআরের বার্তা

১৬

২৩ মাস পর বিএনপি নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

১৭

তালাকের পর দুধ দিয়ে গোসল করলেন জুয়েল

১৮

কান্নার শব্দ শুনে পরিত্যক্ত শৌচাগারে মিলল নবজাতক

১৯

মজলুমের দোয়া আজ কবুল হলো : শামারুহ মির্জা

২০
X