শুক্রবার, ০২ জানুয়ারি ২০২৬, ১৮ পৌষ ১৪৩২
বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫, ০৪:৪০ পিএম
অনলাইন সংস্করণ

বরিশালে ৩০ সনাতন ধর্মাবলম্বীর বিএনপিতে যোগদান

বরিশালে বিএনপিতে যোগ দিয়েছেন ৩০ সনাতন ধর্মাবলম্বী। ছবি : কালবেলা
বরিশালে বিএনপিতে যোগ দিয়েছেন ৩০ সনাতন ধর্মাবলম্বী। ছবি : কালবেলা

বরিশালে বিএনপিতে যোগ দিয়েছেন ৩০ সনাতন ধর্মাবলম্বী। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে হিজলা উপজেলার কাউরিয়া বাজারে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মেজবাহ উদ্দিন ফরহাদের হাতে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।

এদের মধ্যে স্থানীয় পূজা উদযাপন কমিটিসহ হিন্দু নেতারা রয়েছেন। তারা পেশায় ব্যবসায়ী, চাকরিজীবীসহ বিভিন্ন পেশায় জড়িত। এ সময় বিএনপি নেতারা যোগদান করা হিন্দু সম্প্রদায়ের লোকদের গলায় ফুলের মালা দিয়ে বরণ করে নেন।

যারা যোগদান করেছেন তারা হলেন- স্থানীয় রতন চন্দ্র সরকার, নকুল চন্দ্র সরকার, শ্যামল চন্দ্র সরকার, নৃপেল চন্দ্র সরকার, লিটন চন্দ্র দাস, রাজীব চন্দ্র দাস, গোপাল চন্দ্র ঘরামী, অজয় চন্দ্র সরকার, সুকান্ত সরকার, দীপ্ত চন্দ্র রায়, নেপাল চন্দ্র সরকার, বিকাশ চন্দ্র মণ্ডল, বিপ্লব চন্দ্র মণ্ডল, লক্ষ্মীতান্ত হালদার, বাবুল খলিফা, শংকর, বিলাস দাস, জয়দেব, সজীব, সঞ্জীব, জীবন, রায়মোহন, বাদল চন্দ্র শীল, রাজীব চন্দ্র, লিটন চন্দ্র, আশীষ এবং শুভ শীলসহ ৩০ জন।

তারা হিজলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুজ্জামান খান সজল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতির উদ্যোগে সরকার ও ক্রীড়া সম্পাদক স্বপর দাসের নেতৃত্বে বিএনপিতে যোগদান করেন। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুজ্জামান সজল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার রাতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল-৪ আসনের সাবেক সংসদ সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদ হিজলা উপজেলায় শারদীয় দুর্গাপূজার বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেন। পরে রাতে উপজেলার কাউরিয়া বাজারে পথসভা করেন তিনি।

এ সময় বরিশাল উত্তর জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মো. শহিদুল্লাহ, উপজেলা বিএনপির আহ্বায়ক গাফ্ফার শেখসহ বিএনপি ও তার অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। পথসভায় হিন্দু সম্প্রদায়ের লোকেরা সপ্রণোদিত হয়ে বিএনপিতে যোগদান করেন।

এ সময় মেজবাহ উদ্দিন ফরহাদ বলেন, ফ্যাসিস্ট হাসিনা ক্ষমতা দখল করতে হিন্দু সম্প্রদায়কে ব্যবহার করেছে। সনাতনী মানুষের ওপর হামলা করিয়ে বিরোধী দল দমন করেছে। জুলাই-আগস্ট অভ্যুত্থানের মাধ্যমে দেশের জনগণ খুনি হাসিনাকে দেশ ছাড়া করেছে।

তিনি বলেন, আজ হিন্দু সম্প্রদায়ের লোকদের দলে দলে বিএনপিতে যোগদান প্রমাণ করে দেয়, বিএনপি সব সময় হিন্দুদের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। এ সময় তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হিন্দু সম্প্রদায়সহ সব শ্রেণির মানুষের প্রতি আহ্বান জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনসংখ্যা বাড়াতে চীনে গর্ভনিরোধক পণ্যের দাম বাড়ছে

২০২৫ সালে সৌদি আরবে রেকর্ড মৃত্যুদণ্ড 

ডাকসু প্রতিনিধিদের যে বার্তা দিলেন তারেক রহমান

অবসর নিয়ে সিদ্ধান্ত জানালেন সাবিনা

থার্টিফার্স্ট উদ্‌যাপনের সময় সুইজারল্যান্ডে ৪০ জনের মৃত্যু

বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি গঠন, নেতৃত্বে যারা

মামলা সত্ত্বেও বরখাস্ত প্রধান শিক্ষককে পুনরায় নিয়োগের উদ্যোগ

রেললাইনে মিলল নিখোঁজ রুবেলের রক্তাক্ত মরদেহ 

সার্কের চেতনা এখনো জীবিত : প্রধান উপদেষ্টা

সুপার ওভারের নাটকে রংপুরকে হারাল রাজশাহী

১০

বাড়ি-গাড়ি নেই আখতারের, নগদ আছে ১৩ লাখ টাকা 

১১

নগদের ইতিহাসে এক বছরে সর্বোচ্চ লেনদেনের রেকর্ড

১২

শীত ও শৈত্যপ্রবাহ নিয়ে সুখবর দিল আবহাওয়া অধিদপ্তর

১৩

নতুন বছরে রিয়াল মাদ্রিদের জন্য দুঃসংবাদ

১৪

তাসনিম জারার দেশ-বিদেশের বার্ষিক আয় কত?

১৫

বছরের প্রথম দিনেই স্বর্ণের দামে সুখবর

১৬

খালেদা জিয়ার মৃত্যুতে শুক্রবার বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

১৭

খালেদা জিয়ার মৃত্যুতে সমবেদনা জানাতে বিএনপি কার্যালয়ে ছারছীনার পীর

১৮

ইডেন কলেজে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

১৯

বিটিআরসি ভবন ভাঙচুরের ঘটনায় আটক ২০

২০
X