কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬, ০৯:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

বিটিআরসি ভবন ভাঙচুরের ঘটনায় আটক ২০

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) কার্যক্রম চালুর প্রতিবাদে বিটিআরসি ভবনে ভাঙচুর করেছে বিক্ষুব্ধ মোবাইল ফোন ব্যবসায়ীরা। বিটিআরসি ভবনে হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িত ২০ জনকে আটক করা হয়েছে।

আটককৃতদের থানা হেফাজতে রেখে পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ। এছাড়াও যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের আটকের চেষ্টা করছে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় ডিএমপির তেজগাঁও জোনের এডিসি মো. ফজলুল করিম কালবেলাকে বলেন, পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ঘটনাস্থল এবং আশপাশ থেকে অন্তত ২০ জনকে আটক করা হয়েছে, তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। একইসঙ্গে বিটিআরসি ভবনে হামলা ও ভাঙচুরের ঘটনায় আরও যারা জড়িত তাদের আটকের চেষ্টা চলমান রয়েছে।

এর আগে, অবৈধ মোবাইলফোন বন্ধে পূর্বঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার এনইআইআর কার্যক্রম চালু করে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এনইআইআর চালুর প্রতিবাদে দুপুরের পর থেকে বিটিআরসি ভবনের সামনে অবস্থান নেয় বিক্ষুব্ধ মোবাইল ফোন ব্যবসায়ীরা। এ সময় বিটিআরসি ভবনে ইটপাটকেল ছুড়ে ভাঙচুর করা হয়। বিকেল ৪টার দিকে এই ভাঙচুর শুরু হয়। বিটিআরসি ভবনের বাইরে দুই রাস্তার দিক থেকে ঢিল মেরে ভাঙচুর চালানো হয়।

জানা গেছে, পূর্বঘোষিত এনইআইআর বাস্তবায়ন হওয়ায় মোবাইল ফোন ব্যবসায়ীরা এই হামলা চালান।

হামলায় বিটিআরসির মসজিদের গ্লাস ভেঙে যায়। এ সময় সেখানে প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা নামাজ পড়ছিলেন। তবে তাৎক্ষণিকভাবে কেউ আহত হয়েছেন বলে জানা যায়নি।

ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ করার ফলে বিটিআরসি ভবনের করিডোর ও মূল ভবনের গ্লাসও ক্ষতিগ্রস্ত হয়। হঠাৎ এমন হামলায় আতঙ্কিত হয়ে পড়েন বিটিআরসির কর্মকর্তারা। এছাড়া বিটিআরসি ভবনের পাশের গলিতে রাখা বিআরটিসির একটি বাসও ভাঙচুর করা হয়।

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সন্ধ্যা ৬টার দিকে বিটিআরসি ভবনে সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়।

বিটিআরসির এক কর্মকর্তা কালবেলাকে বলেন, হঠাৎ করে ভাঙচুর শুরু হয়। রাস্তা থেকে কয়েকশ বিক্ষোভকারী অবস্থান নিয়ে ভবনে ইটপাটকেল নিক্ষেপ করে। কিছু লোক বিটিআরসি ভবনের সীমানার কাচ ভাঙচুর করেছে। সেখানে সড়কে থাকা বিটিআরসির একটি গাড়িও ভাঙচুর করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবসর নিয়ে সিদ্ধান্ত জানালেন সাবিনা

থার্টিফার্স্ট উদ্‌যাপনের সময় সুইজারল্যান্ডে ৪০ জনের মৃত্যু

বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি গঠন, নেতৃত্বে যারা

মামলা সত্ত্বেও বরখাস্ত প্রধান শিক্ষককে পুনরায় নিয়োগের উদ্যোগ

রেললাইনে মিলল নিখোঁজ রুবেলের রক্তাক্ত মরদেহ 

সার্কের চেতনা এখনো জীবিত : প্রধান উপদেষ্টা

সুপার ওভারের নাটকে রংপুরকে হারাল রাজশাহী

বাড়ি-গাড়ি নেই আখতারের, নগদ আছে ১৩ লাখ টাকা 

নগদের ইতিহাসে এক বছরে সর্বোচ্চ লেনদেনের রেকর্ড

শীত ও শৈত্যপ্রবাহ নিয়ে সুখবর দিল আবহাওয়া অধিদপ্তর

১০

নতুন বছরে রিয়াল মাদ্রিদের জন্য দুঃসংবাদ

১১

তাসনিম জারার দেশ-বিদেশের বার্ষিক আয় কত?

১২

বছরের প্রথম দিনেই স্বর্ণের দামে সুখবর

১৩

খালেদা জিয়ার মৃত্যুতে শুক্রবার বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

১৪

খালেদা জিয়ার মৃত্যুতে সমবেদনা জানাতে বিএনপি কার্যালয়ে ছারছীনার পীর

১৫

ইডেন কলেজে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

১৬

বিটিআরসি ভবন ভাঙচুরের ঘটনায় আটক ২০

১৭

খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন পুলিশ সদস্য

১৮

বিক্ষোভে উত্তাল ইরান, নিহত একাধিক

১৯

ওসমান হাদি হত্যাকাণ্ডে সঞ্জয়-ফয়সালের দায় স্বীকার

২০
X