খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান মন্টু বলেছেন, আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে গিয়ে এলাকার উন্নয়নে কাজ করা হবে। নিজের জন্মস্থানের মানুষের সাথে রাজনীতি হয় না, এ কয়রার মানুষ আমার পরিবারের অংশ। তাদের জীবন ও মান উন্নয়নে জীবন বাজি রেখে কাজ করা হবে।
বুধবার (০১ অক্টোবর) সকাল বেলা ১১টায় কয়রা উপজেলা বিএনপির কার্যালয়ে উপজেলায় কর্মরত জাতীয় ও আঞ্চলিক পত্রিকার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, বর্তমান যুব সমাজকে রক্ষা করতে অনলাইন জুয়া ও মাদক, জুয়া বন্ধ করতে হবে। টেকসই বেড়িবাঁধ নির্মাণ, আধুনিক ও বিজ্ঞানসম্মত উপায়ে চিংড়ি পদ্ধতি এ অঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিএনপি ক্ষমতায় এলে এ অঞ্চলের সমস্যাগুলো চিহ্নিত করে উন্নয়নমূলক প্রকল্প গ্রহণ করা হবে।
এছাড়াও মতবিনিময় সভায় তিনি কয়রা উপজেলার সমস্যা ও সম্ভাবনা নিয়ে গুরত্বপূর্ণ আলোচনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সদস্য এমএ হাসান, কয়রা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি সদর উদ্দিন, কয়রা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও যুবদলের সভাপতি শরিফুল আলম, বিএনপি নেতা শেখ সালাহউদ্দিন লিটন, কোহিনুর ইসলাম, মনজুর মোর্শেদ, আবুল বাসার ডাবলু, যুবনেতা এছানুর রহমান, হাফিজুর রহমান, আকরাম হোসেন, আবুল কালাম আজাদ কাজল, দেলোয়ার হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা ডিএম হেলাল উদ্দিন, ছাত্রদল নেতা আরিফ বিল্লাহ সবুজ, ইমরান হোসেন প্রমুখ।
মতবিনিময় সভায় কয়রা উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন