কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫, ০৯:৫১ পিএম
অনলাইন সংস্করণ

হাদির হত্যাকারীদের দেশে ফিরিয়ে আনতে হবে : ইশরাক হোসেন

বক্তব্য রাখছেন ঢাকা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। ছবি : কালবেলা
বক্তব্য রাখছেন ঢাকা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। ছবি : কালবেলা

ঢাকা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, শরিফ ওসমান হাদিকে যারা গুলি করেছে সেই শুটাররা যদি দেশের বাইরে পালিয়ে গিয়ে থাকে, তাহলে কূটনৈতিকসহ সব ধরনের চ্যানেল ব্যবহার করে তাদের দেশে ফিরিয়ে আনতে হবে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) রাজধানীর সুরিটোলায় রমনা রেলওয়ে উচ্চ বিদ্যালয় সুবর্ণ জয়ন্তী উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত সুবর্ণ জয়ন্তী ও ছাত্রছাত্রীদের মিলনমেলা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইশরাক হোসেন বলেন, সন্ত্রাস দিয়ে কখনো রাজনীতি টিকিয়ে রাখা যায় না। রাজনৈতিক অপ্রাসঙ্গিকতায় পড়েই আওয়ামী লীগ সন্ত্রাসের পথ বেছে নিয়েছে, যা তাদের রাজনীতির চূড়ান্ত পরিসমাপ্তি ডেকে আনছে।

তিনি বলেন, গণঅভ্যুত্থানের অন্যতম মুখ, বিগত জুলাই অভ্যুত্থানের একজন অগ্রণী সৈনিক কয়েক দিন আগে ঢাকার একটি আসনে সম্ভাব্য প্রার্থী হতে চেয়েছিলেন। নামাজ শেষে রিকশাযোগে বাসায় ফেরার পথে তাকে মাথায় গুলি করে হত্যা করা হয়। এই ঘটনা দেখার পর যে কোনো নাগরিকই ভাবতে পারেন আমি তো অনেক সময় একা নামাজ পড়ে বাসায় ফিরেছি, একা হেঁটে চলেছি। তাহলে কি এই পথগুলো এখন আমাদের জন্য বন্ধ হয়ে যাবে?

তিনি অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ একটি সন্ত্রাসী দল এই কথা আমরা গত ১৭ বছর ধরে বলে আসছি। তাদের অতীত কর্মকাণ্ড বিশ্লেষণ করলে কোনোভাবেই তাদের রাজনৈতিক দল হিসেবে বিবেচনা করা যায় না। তারা গণহত্যা চালিয়ে বাংলাদেশে রাজনীতি ও নির্বাচন থেকে অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে। তাদের পলাতক, ফাঁসিদণ্ডপ্রাপ্ত নেত্রী দেশের বাইরে বসে জুলাই অভ্যুত্থানের ছাত্রদের হত্যার নির্দেশনা দিচ্ছেন এমন অডিও বার্তা আমরা পেয়েছি।

হাদির ওপর হামলার ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, এ ঘটনার বিষয়ে বর্তমান সরকার কিংবা ভবিষ্যতে যে সরকারই আসুক, তাদের আন্তরিক প্রশাসনিক পদক্ষেপ আমরা দেখতে চাই। যদি শুটাররা দেশের বাইরে পালিয়ে গিয়ে থাকে, তাহলে কূটনৈতিক ও অন্য চ্যানেলের মাধ্যমে তাদের দেশে ফিরিয়ে আনতে হবে। আর যদি তারা দেশেই থাকে এবং এখনো গ্রেপ্তার না হয়, তাহলে স্পষ্টভাবে বলতে হবে আওয়ামী প্রশাসনের কোনো সক্রিয় গোষ্ঠী এই ঘটনার সঙ্গে জড়িত এবং তাদের পালাতে সহযোগিতা করেছে।

তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল গত ১৭ বছর ধরে রাষ্ট্রীয় সন্ত্রাস প্রত্যক্ষ করেছে। এখন আওয়ামী লীগ রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে পড়ায় তারা সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। এমনকি আওয়ামী লীগেরই কিছু বুদ্ধিজীবী এখন স্বীকার করছেন— এই সন্ত্রাসের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে তাদের শেষ কবর রচিত হয়েছে।

শাহবাগ থানা বিএনপির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক ও সুবর্ণ জয়ন্তী উদযাপন পরিষদের সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন– নবাবপুর দোকান মালিক সমিতির সভাপতি ও সুবর্ণ জয়ন্তী উদযাপন পরিষদের প্রধান পৃষ্ঠপোষক মামুন আহমেদ, রমনা রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিহির কুমার মজুমদার, শাহবাগ থানা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন মিন্টু, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ নাজিবউল্লাহ নাজিব, পরিষদের সদস্য সচিব মতিন খান, সাংগঠনিক সম্পাদক ইয়াকুব জাহিদসহ অন্যান্য নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাদি হত্যায় সরকারকে দুষলেন রুমিন ফারহানা

৪২২ চোরাই মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ৪

নির্বাচন জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রধান মাধ্যম : শেখ রবিউল আলম

খালেদা জিয়ার সুস্থতা ও ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় মিন্টুর দোয়া মাহফিল

ঐক্য পরিষদ / ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যার প্রতিবাদ, জড়িতদের শাস্তি দাবি

ওসমান হাদির জানাজা শনিবার, যানচলাচল নিয়ে যে নির্দেশনা দিল ডিএমপি

সংবাদপত্রের অফিসে হামলায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নিন্দা

খুবিতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শেষ হলো দুদিনব্যাপী ভর্তি পরীক্ষা

হেলথ রিপোর্টার্স ফোরামের সভাপতি প্রতীক ইজাজ, সম্পাদক মুজাহিদ শুভ

আমরা আমাদের প্রিয় নেত্রীকে হারাতে চাই না : মান্নান

১০

সবজির দামে ভাটা, পেঁয়াজে পতন

১১

ছোট ফেনী নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে আবদুল আউয়াল মিন্টু

১২

দুই যুবক নিহতের ঘটনায় পুলিশ বক্স ভাঙচুর-অগ্নিসংযোগ

১৩

হাদির হত্যাকারীদের দেশে ফিরিয়ে আনতে হবে : ইশরাক হোসেন

১৪

গোপালগঞ্জে জয় বাংলা চত্বরের নাম পরিবর্তন করে ‘শহীদ হাদি চত্বর’

১৫

‘নিউ এজ পত্রিকার সম্পাদক নূরুল কবিরকে হেনস্তা মুক্ত গণমাধ্যমের ওপর আঘাত’

১৬

ওসমান হাদির মৃত্যু / আজ যা যা ঘটল

১৭

হাদিকে নিয়ে ফেসবুকে বিতর্কিত পোস্ট যুবকের, যা করল ছাত্র-জনতা

১৮

ময়মনসিংহে হিন্দু যুবককে পিটিয়ে হত্যার তদন্ত চায় জামায়াত

১৯

জামায়াতের দুই দিনের কর্মসূচি ঘোষণা

২০
X