বিএনপির যুগ্ম মহসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বিএনপি ধর্ম-বর্ণ নির্বিশেষে সব বাংলাদেশির দল। বিএনপি জনগণের রায় নিয়ে সরকার পরিচালনার দায়িত্ব পেলে সব ধর্মের মানুষের সুখ, শান্তি, নিরাপত্তা, ধর্ম-কর্ম পালনের স্বাধীনতা এবং মূল্যবোধ ও সংস্কৃতির চর্চ্চার অধিকার সুনিশ্চিত করবে।
বুধবার (১ অক্টোবর) হালুয়াঘাট উপজেলার স্বদেশী, আমতৈল, ধারা, ধুরাইল, সদর ইউনিয়ন ও পৌর শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি পূজামণ্ডপে ভক্ত ও পূজারীদের বিএনপি চেয়াপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা জানান। পূজামণ্ডপে তিনি দুঃস্থ মানুষের মাঝে উপহার হিসেবে বস্ত্র বিতরণ করেন এবং পূজামণ্ডপ ও মন্দিরে অনুদান প্রদান করেন।
হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর, ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব হালুয়াঘাটের চেয়ারম্যান সুভ্রত রেমা, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর আলম বিপ্লব, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল হাই, বীর মুক্তযোদ্ধা কাজিম উদ্দিন, কাজী ফরিদ আহমেদ পলাশ, মোনায়েম হোসেন খান খোকন, মিজানুর রহমান, সাকুয়াই ইউনিয়নের চেয়ারম্যন ইঞ্জিনিয়ার ইঊনূস আলী খান প্রমুখ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন