

চাঁপাইনবাবগঞ্জে ভলিবল খেলার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকালে পৌরসভার নয়াগোলা এলাকায় পুলিশ লাইন্সে এ ঘটনা ঘটে।
মৃত আব্দুল আলীম (৫০) পুলিশ লাইন্সে উপ-পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। তিনি পাবনার সুজানগর উপজেলার বাড়ইপাড়ার বন্দের আলীর ছেলে।
এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরে আলম বলেন, বিকালে পুলিশ লাইন্স মাঠে অন্যদের সঙ্গে ভলিবল খেলার আব্দুল আলীমের হার্ট অ্যাটাক হয়। পরে দ্রুত তাকে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। প্রয়োজনীয় দাপ্তরিক প্রক্রিয়া শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
মন্তব্য করুন