চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫, ০২:০১ এএম
অনলাইন সংস্করণ

ফের জামায়াতের সমালোচনা করলেন হেফাজত আমির

চট্টগ্রামের হাটহাজারীতে শানে রেসালত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন হেফাজতে ইসলামের আমির শাহ মুহিবুল্লাহ বাবুনগরী। ছবি : সংগৃহীত
চট্টগ্রামের হাটহাজারীতে শানে রেসালত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন হেফাজতে ইসলামের আমির শাহ মুহিবুল্লাহ বাবুনগরী। ছবি : সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফের সমালোচনা করেছেন হেফাজতে ইসলামের আমির শাহ মুহিবুল্লাহ বাবুনগরী। শুক্রবার (০৩ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রামের হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত শানে রিসালাত সম্মেলনে দেওয়া বক্তব্যে তিনি দল হিসেবে জামায়াতে ইসলামী ও দলটির নেতাদের কঠোর সমালোচনা করেন।

হেফাজত আমির আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীকে ভোট না দেওয়ারও আহ্বান জানান।

হেফাজতে ইসলাম হাটহাজারী উপজেলা শাখা এই শানে রিসালাত সম্মেলনের আয়োজন করে। এতে প্রধান অতিথির বক্তব্যে মুহিবুল্লাহ বাবুনগরী বলেন, ‘কুফরি যাতে প্রতিষ্ঠা করতে না পারে, সামনের নির্বাচনে ভোট দেওয়া যাবে না। যারা পূজা আর রোজা একই বলে, এগুলো কি ইসলাম।’

হেফাজত আমির বলেন, ‘নবী ও রাসুলদের দেখানো সোজা রাস্তায় চলতে হবে। তাহলে দুনিয়া ও আখিরাত ঠিক থাকবে। সাহাবা কেরাম সত্যের মাপকাঠি। তাদের দেখানো রাস্তা সোজা রাস্তা।’

জামায়াতে ইসলামীকে নিয়ে হেফাজত আমিরের এমন বক্তব্যের বিষয়ে প্রতিক্রিয়া জানতে গণমাধ্যমের পক্ষ থেকে চট্টগ্রাম নগর জামায়াতে ইসলামীর একাধিক দায়িত্বশীল নেতার সঙ্গে যোগাযোগ করা হয়। তবে তাদের কেউই এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

এর আগেও জামায়াতে ইসলামীর সমালোচনায় সরব হয়েছিলেন হেফাজত আমির। গত ৪ আগস্ট নাজিরহাট পৌরসভার চৌধুরী ছখিনা কমিউনিটি সেন্টারে আয়োজিত এক মতবিনিময় সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ‘ভণ্ড দল’ আখ্যায়িত করেন মুহিব্বুল্লাহ বাবুনগরী।

তিনি বলেন, ‘জামায়াতে ইসলামী একটি ভণ্ড ইসলামী দল, সহিহ ইসলামী দল নয়। তারা মদিনার ইসলাম নয়; বরং মওদুদীর ইসলাম কায়েম করতে চায়। মওদুদীর মতাদর্শ অনুসরণ করলে ইমান থাকবে না।’ এ সভায় ইসলামী দলগুলোর ঐক্যবদ্ধতার প্রয়োজনীয়তার কথা বললেও জামায়াতের ব্যাপারে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেন হেফাজতের এ শীর্ষ নেতা।

বাবুনগরী বলেন, ‘আমরা জামায়াতকে ইসলামী দল মনে করি না। তারা কখনো মদিনার ইসলাম চায়নি, তারা চায় মওদুদীবাদ প্রতিষ্ঠা করতে। তাই তাদের সঙ্গে ঐক্য সম্ভব নয়।’

চট্টগ্রামের বৃহত্তর ফটিকছড়ির ওলামা মাশায়েখদের ব্যানারে আয়োজিত ‘আগামীর ফটিকছড়ি বিনির্মাণে ওলামায়ে কেরামের করণীয়’ শীর্ষক ওই আলোচনা সভায় হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা শাহ সালাউদ্দিন নানুপুরী সভাপতিত্ব করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুবদলের পাঁচ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

আসামি ছিনিয়ে নিয়ে গণপিটুনিতে হত্যা, যুবক গ্রেপ্তার

এবার ‘রাজসাক্ষী’ হয়ে আরেক পুলিশ সদস্যের জবানবন্দি

দুই ইউপি চেয়ারম্যানসহ আ.লীগের ৮ নেতাকর্মী কারাগারে

নবায়নযোগ্য জ্বালানির দাবিতে নৌবহর কর্মসূচি

সময় টিভির চেয়ারম্যান মোরশেদুল ইসলামের পদত্যাগ

ইতালি নেওয়ার লোভ দেখিয়ে লিবিয়ায় নিয়ে তিন বাংলাদেশিকে গুলি করে হত্যা

জানা গেল বিপিএল নিলামের নতুন তারিখ

রোজা শুরু হতে আর কত দিন বাকি? জেনে নিন

ঝিনাইদহ আইনজীবী সমিতি / বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী বিএনপি-জামায়াত সমর্থিত ঐক্য পরিষদ

১০

আবারও বিপিএল নিলাম নিয়ে অনিশ্চয়তা

১১

মুক্তিযোদ্ধার মরদেহ নিয়ে দেড় ঘণ্টা অপেক্ষা, ক্ষুব্ধ পরিবার

১২

ভিসা নিয়ে বাংলাদেশিদের সুখবর দিল ভারত

১৩

ইন্ডিয়ার কাছে প্রত্যাশা শেখ হাসিনাকে ফেরত দেবে : দুলু

১৪

পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩

১৫

ঘুষ না দেওয়ায় প্রথম হয়েও চাকরিবঞ্চিত যুবকের মামলা, অতঃপর...

১৬

চা পানের এই ৭ ভুল ক্ষতি করছে আপনার পাকস্থলী ও লিভারের

১৭

খাদ্য নিরাপত্তা / কৃষি উৎপাদনে দেশি-বিদেশি বিনিয়োগ গুরুত্বপূর্ণ

১৮

দেশের বাজারে ফের বেড়েছে স্বর্ণের দাম

১৯

প্রথম রূপায়ন আর্মড ফোর্সেস গলফ টুর্নামেন্ট শুরু

২০
X