সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫, ০৬:৪০ পিএম
আপডেট : ০৪ অক্টোবর ২০২৫, ০৮:১৫ পিএম
অনলাইন সংস্করণ

হানিট্র্যাপের শিকার সরকারি কর্মকর্তা, নারীসহ চার অপহরণকারী গ্রেপ্তার

হানিট্র্যাপ চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। ছবি : কালবেলা
হানিট্র্যাপ চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। ছবি : কালবেলা

ঢাকার সাভারে হানিট্র্যাপের শিকার হয়ে অপহৃত হয়েছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ইন্সপেক্টর মো. মেহেদী হাসান। পরে নাটকীয় অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ। এ ঘটনায় এক নারী সদস্যসহ চার অপহরণকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৩ অক্টোবর) দুপুর দেড়টায় সাভারের জামশিং এলাকা থেকে অপহৃত মেহেদী হাসানকে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেপ্তার করা হয়।

এর আগে গত বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে অপহরণের ঘটনাটি ঘটে। এ দিন সাভার থানার ঢাকা-আরিচা মহাসড়কের মিনি চিড়িয়াখানার সামনের পাকা রাস্তা থেকে মেহেদী হাসানকে কৌশলে অপহরণ করে একটি সংঘবদ্ধ চক্র। পরে তারা ভুক্তভোগীর পরিবারের কাছে মোবাইল ফোনে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

বিষয়টি জানাজানি হলে মেহেদীর পরিবার জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশের সহায়তা চায়। খবর পেয়ে তৎক্ষণাৎ অভিযানের নির্দেশ দেন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুয়েল মিয়া। তার নির্দেশে এসআই জাকির আল আহসানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল তথ্যপ্রযুক্তির সহায়তায় টানা ২০ ঘণ্টা অভিযান চালিয়ে পরদিন শুক্রবার দুপুর দেড়টার দিকে সাভারের জামশিং এলাকা থেকে অপহৃত মেহেদী হাসানকে উদ্ধার করতে সক্ষম হয়। অভিযানের সময় অপহরণের কাজে ব্যবহৃত একটি লেগুনা গাড়িও জব্দ করা হয়।

একই অভিযানে হানিট্র্যাপে জড়িত চার সদস্যের একটি অপহরণ চক্রকেও গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন— রংপুরের পীরগাছা থানার বাসিন্দা মো. জয়নালের ছেলে শরিফুল (২৫)। একই এলাকার বাসিন্দা মো. আ. হাকিমের ছেলে মো. জয়নাল (২৫)। ময়মনসিংহের ইশ্বরগঞ্জ থানার দত্তপাড়ার বাসিন্দা আ. রাজ্জাকের মেয়ে সকাল আনমনা (১৯)। শেরপুর জেলার নকলা থানার নাইরোনখোলা বাজার এলাকার বাসিন্দা মো. বজলু মিয়ার ছেলে মো. কাওসার হোসেন কনক (২০)। বর্তমানে তারা সাভারের রেডিও কলোনি ও গেন্ডা এলাকায় বসবাস করেন।

সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুয়েল মিয়া কালবেলাকে বলেন, এটি ছিল একটি পরিকল্পিত হানিট্র্যাপ অপহরণ চক্র। আমাদের পুলিশ সদস্যরা তথ্যপ্রযুক্তি ব্যবহার করে দ্রুত অভিযান পরিচালনা করায় ভুক্তভোগীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

তিনি আরও জানান, আটকরা দীর্ঘদিন ধরে সাভার ও আশপাশের এলাকায় হানিট্র্যাপের মাধ্যমে অপহরণ ও চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিল। চক্রটির আরও সদস্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্র, ক্ষমতা ও নীরবতার সময় ডাভোসে ট্রাম্প

ভারত বিশ্বকাপের অ্যাক্রিডিটেশন বাতিল, প্রতিক্রিয়ায় যা বললেন সাংবাদিকরা

এই নির্বাচন শুধু জনপ্রতিনিধি বানানোর নয়, রাষ্ট্র বিনির্মাণের :  রবিউল

পাগড়ি পরিয়ে ৩৫ কোরআনে হাফেজকে সম্মাননা

ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

নুরুদ্দিন অপুর ধানের শীষের সমর্থনে এক হলেন শরীয়তপুর ৩ আসনের সব দল

ডাকসু সদস্য সর্বমিত্র চাকমাকে শোকজ

আশি বছর বয়সী তুতা মিয়ার জীবন কাটে রিকশার প্যাডেলে

নির্বাচনী প্রতিশ্রুতি নয়, জনগণের প্রতি দায়বদ্ধতা : রবিন

বিএনপি নেতা আনম সাইফুলের মা জাহানারা বেগম আর নেই

১০

ইরানে হামলায় নিজেদের ভূখণ্ড ব্যবহারের অনুমতি দেবে না আমিরাত

১১

সবার জন্য ন্যায়বিচার ও কর্মসংস্থানের বাংলাদেশ গড়া হবে : জামায়াত আমির

১২

যে কোনো সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা চুক্তি সই : জেলেনস্কি

১৩

ইরান ইস্যুতে ইরাক থেকে হুমকি পেল যুক্তরাষ্ট্র

১৪

বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করল আইসিসি

১৫

স্বর্ণের দামে নতুন ইতিহাস, ভরিতে বাড়ল ৫ হাজার

১৬

অভিনয় ছেড়ে দুবাইয়ে ব্যবসায় মজেছেন অভিনেত্রী

১৭

জামিন পেলেও এখনই মুক্তি মিলছে না সাদ্দামের

১৮

নারী নির্মাতাদের চলচ্চিত্র নির্মাণ কর্মশালার দ্বিতীয় আসর সম্পন্ন 

১৯

‘ইয়ামাল অন্য গ্রহের খেলোয়াড়’

২০
X