মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইনোভেশন কমপিটিশন অ্যান্ড এক্সিবিশন (ওয়াইস) ২০২৫-এ শ্রেষ্ঠত্বের স্বীকৃতি হিসেবে স্বর্ণপদক অর্জন করেছে বাংলাদেশের ‘হেক্সাগার্ড রোভার’। আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেন চুয়াডাঙ্গার দর্শনার তরুণ উদ্ভাবক জাহিদ হাসান জিহাদ।
আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে স্বর্ণপদক জয়ী তরুণ এ উদ্ভাবক ও গবেষক জাহিদ হাসান জিহাদের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। চুয়াডাঙ্গা সায়েন্স অ্যান্ড রোবোটিক্স ক্লাবের প্রতিষ্ঠাতা এবং দর্শনা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র জিহাদের মেধাভিত্তিক উৎকর্ষ বৃদ্ধিতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তিনি।
শনিবার (১১ অক্টোবর) দুপুরে তারেক রহমানের পক্ষ থেকে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধিদল চুয়াডাঙ্গার দর্শনা উপজেলা সদরের পরানপুরে জাহিদ হাসান জিহাদের গ্রামের বাড়িতে যান।
আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমনের নেতৃত্বে প্রতিনিধিদলের সদস্যরা তরুণ উদ্ভাবক জিহাদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা পৌঁছে দেওয়া হয় এবং তারেক রহমানের পক্ষ থেকে জিহাদের হাতে আর্থিক সহযোগিতা তুলে দেওয়া হয়।
তরুণ উদ্ভাবক জিহাদ বলেন, আমার স্বপ্ন ছিল এমন কিছু তৈরি করা, যা দেশের কাজে লাগবে। আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের পতাকা উড়াতে পারা এটাই আমার জীবনের সবচেয়ে বড় পুরস্কার।
প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন- বিএনপির উপকোষাধ্যক্ষ ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু, আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, মো. আবুল কাশেম ও ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম, জাতীয় প্রেস ক্লাবের ম্যানেজিং কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি, আমরা বিএনপি পরিবার’র সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ, ফরহাদ আলী সজীব, শাহাদাত হোসেন এবং বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ।
এ সময় তরুণ উদ্ভাবক জাহিদ হাসান জিহাদের সঙ্গে উপস্থিত ছিলেন তার মা মোছা. নাসিমা খাতুন ও বোন সুমাইয়া তাসমিন ঈশিতা। এ ছাড়াও তার গবেষণা দলের সদস্য খাজা মুদাছির ইবনে আজম, মো. স্বপন আলী, মোহাম্মদ আসাদুজ্জামান সাব্বির, মোহাম্মদ সাব্বির হাসান, মো. মজিদুল ইসলাম সিফাত, মোহাম্মদ নাসিম হোসেন নূর ও মোহাম্মদ হাসিবুল হাসান উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন