সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ০৯:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

উচ্চ আদালতকেও সংস্কার করতে হবে : আসিফ নজরুল

আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। পুরোনো ছবি
আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। পুরোনো ছবি

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, নিম্ন আদালতে সংস্কার হলেও উচ্চ আদালতে সংস্কার না হলে কোনো লাভ হবে না। এতে বিচারপ্রার্থীরা সুফল পাবে না। নিম্ন আদালতে মামলা নিষ্পত্তি হলেও উচ্চ আদালতে বছরের পর বছর ঝুলে থাকে। বিচার ব্যবস্থার পূর্ণ সংস্কারের জন্য উচ্চ আদালতকেও সংস্কার করতে হবে।

বুধবার (১৫ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ সার্কিট হাউজে প্রথমবারের মতো ‘ই-বেইলবন্ড কার্যক্রমের’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আসিফ নজরুল বলেন, বিচার বিভাগীয় সংস্কার কমিশন উচ্চ আদালতের সংস্কারের জন্য ১৫টি প্রস্তাব করেছেন। প্রস্তাবগুলো এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি। বাস্তবায়নের জন্য বিবেচিত হয়েছে কিনা তাও জানি না। আমি মনে করি, নিম্ন আদালত ও উচ্চ আদালত আইসোলেটেড থাকলে হবে না।

তিনি আরও বলেন, নিম্ন আদালতে অনেক সংস্কার করব কিন্তু উচ্চ আদালত আগের মতো থাকবে, তাহলে বিচারপ্রার্থীরা লাভবান হবেন না। আমি আশা করি, উচ্চ আদালতের সংস্কারের ব্যাপারেও সংশ্লিষ্টরা সচেতন হবেন।

আইন উপদেষ্টা বলেন, আমরা লিগ্যাল এইডের ব্যবস্থা করেছি, যেন ছোটখাটো বিরোধ নিয়ে আদালতে যেতে না হয়। সে লক্ষ্যে আমরা অনেকগুলো সংস্কার করেছি। এটাও পাইলট পর্যায়ে রয়েছে। আমরা আশা করছি, আগামী ২-৩ মাসের মধ্যে ই-বেইলবন্ড, অনলাইন লিগ্যাল এইড সারা দেশে ছড়িয়ে দিতে পারব। আমরা যে সংস্কারগুলো হাতে নিয়েছি, তার মূল লক্ষ্য হলো ন্যায়বিচার নিশ্চিত করা, বিচারপ্রার্থী মানুষের ভোগান্তি কমানো ও তাদের অর্থের সাশ্রয় করা। তিনি বলেন, চিকিৎসক, ম্যাজিস্ট্রেট ও পুলিশসহ সরকারি কর্মকর্তাদের সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়ায় পরিবর্তনের জন্য আমরা অনলাইনভিত্তিক সাক্ষ্য প্রবর্তনের উদ্যোগ নিচ্ছি। বিচারপ্রার্থীদের দুর্ভোগ কমাতে প্রচলিত বেলবন্ড দাখিল পদ্ধতিকে ডিজিটাল মাধ্যমে নেওয়া হয়েছে।

অধ্যাপক আসিফ নজরুল বলেন, নারায়ণগঞ্জে অনেক বড় গডফাদার ছিল। অনেক নির্যাতনের ঘটনা ঘটেছে। আমরা নারায়ণগঞ্জকে নির্যাতনের পরিবর্তে মুক্তির জায়গা হিসেবে দেখতে চাই। তারই প্রতীক হিসেবে প্রথম এ জেলাতেই পাইলট প্রকল্প হিসেবে অনলাইন বেলবন্ডের প্রক্রিয়া শুরু করেছি।

এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন, সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, জেলা পুলিশ সুপার জসীম উদ্দিন, জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহাম্মদ মুশিউর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি সরকার হুমায়ূন কবির ও সাধারণ সম্পাদক এইচএম আনোয়ার প্রধান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচন কোনোভাবেই ঝুঁকিতে ফেলা যাবে না : সাইফুল হক

মৃত আত্মীয়কে দেখে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ড. ওবায়দুল ইসলামের উদ্যোগে দোয়া মাহফিল

খালেদা জিয়ার আরোগ্য লাভের অপেক্ষায় কোটি জনতা : অপর্ণা রায়

ঢাকায় রুশ গণ-কূটনীতির শতবর্ষ উদযাপন

ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসলামী শক্তি ঐক্যবদ্ধ : মুফতি মোস্তফা কামাল

দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের নির্বিচার গুলি, শিশুসহ অন্তত ১২ জন নিহত

সুখে-দুঃখে পাশে থাকার প্রতিশ্রুতি শুভ্রার

ঘুষ নেওয়ার সংবাদ প্রকাশ / সাংবাদিককে গালি দিয়ে ভূমি কর্মকর্তা ফেসবুক পোস্ট

কুয়াশা নিয়ে যে তথ্য জানাল আবহাওয়া অফিস

১০

নির্ধারিত সময়ের আগে অফিসে প্রবেশ, নারী কর্মীকে চাকরিচ্যুত করল কোম্পানি

১১

শহীদ শিহাবের কবর জিয়ারতে জেলা এনসিপির নতুন কমিটির নেতারা

১২

২-৪টা আসনের জন্য কারও সঙ্গে জোট করব না : নুর

১৩

‘আমাকে সাসপেন্ড করেন’ বলতে থাকা চিকিৎসককে অব্যাহতি

১৪

বাংলাদেশে খালেদা জিয়ার বিকল্প কেউ নেই : কায়কোবাদ

১৫

গণতন্ত্র উত্তরণে খালেদা জিয়ার বেঁচে থাকা জরুরি : অমিত

১৬

চিকিৎসায় অবিশ্বাস্য সাফল্য, ৩ দিনেই ক্যানসার থেকে সুস্থ হলেন নারী

১৭

‘টাইম টু টাইম’ শাশুড়ির স্বাস্থ্যের খোঁজ রাখছেন ডা. জুবাইদা

১৮

বিএনপি সবসময়ই ‘পলিটিক্স অফ কমিটমেন্টে’ বিশ্বাসী : রিজভী

১৯

বছরের শুরুতে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করা হবে : গণশিক্ষা উপদেষ্টা

২০
X