কালবেলা দেশের মানুষের কথা বলে উল্লেখ করে মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (আইসিটি ও শিক্ষা) ফারজানা প্রিয়াঙ্কা বলেছেন, কালবেলা যে সংবাদগুলো প্রকাশ করে, সেগুলো পাঠকদের কাছে সহজবোধ্য ও গ্রহণযোগ্য। এ জন্য অল্প সময়ের মধ্যেই পত্রিকাটি দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম হিসেবে আস্থা অর্জন করেছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে মানিকগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে দৈনিক কালবেলার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফারজানা প্রিয়াঙ্কা বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীতে ‘সত্য, সাহস, সুন্দর’ স্লোগান ধারণ করে আগামীতে কালবেলা আরও জনপ্রিয় সংবাদমাধ্যম হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবে। এই অর্জনটি কালবেলা পরিবারের প্রতিটি সদস্যের নিষ্ঠা ও পরিশ্রমের ফল। তাদের জন্য অভিনন্দন।
অনাড়ম্বর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে কেক কাটা, আলোচনাসভা ও শেষে অতিথিদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির (টিআরইউ) সভাপতি মনিরুল ইসলাম মিহির, সাংবাদিক সমিতি জেলা শাখার সভাপতি মানবেন্দ্র চক্রবর্তী, স্থানীয় পত্রিকা সম্পাদক পরিষদের সভাপতি শহিদুল ইসলাম সুজন, প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম সারোয়ার ছানু, সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মতিউর রহমান, প্রেসক্লাবের সহসভাপতি আবুল বাশার আব্বাসী, সাবেক সহসভাপতি কাবুল উদ্দিন খান, সাবেক সাধারণ সম্পাদক অতীন্দ্র চক্রবর্তী বিপ্লবসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
বক্তারা আরও বলেন, দেশের মানুষের কথা তুলে ধরার অঙ্গীকারে যাত্রা শুরু করা দৈনিক কালবেলা আজ অল্প সময়ে পাঠকপ্রিয়তার শীর্ষে পৌঁছে গেছে। আগামীর সুন্দর বাংলাদেশ গড়ার পথে সংবাদপত্রটির ভূমিকা হবে অনুপ্রেরণার ও কার্যকর দৃষ্টান্ত।
মন্তব্য করুন