সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেন, বহুল প্রচারিত দৈনিক কালবেলা নিরপেক্ষতার সঙ্গে বৈষম্যহীনভাবে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করে যাচ্ছে। আগামীতে এর ধারাবাহিকতা বজায় রেখে বৈষম্যহীন বাংলাদেশে আদর্শ সংবাদ প্রচার করে দেশের হয়ে কাজ করবে সে প্রত্যাশা করেন তিনি।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় কালবেলা সিলেট ব্যুরো অফিসে কালবেলার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্যে সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো. আব্দুল কুদ্দুছ বলেন, একটা আদর্শ ও বৈষম্যহীন গণতান্ত্রিক সমাজ গঠনে সংবাদপত্র সবসময় অগ্রণী ভূমিকা পালন করে। কালবেলাও আদর্শ সংবাদ পরিবেশের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করেছে। আগামীতেও এই পত্রিকা জনগণের হয়ে জনগণের পক্ষে কথা বলবে। আমাদের ভুলত্রুটি হলেও তা তুলে ধরবে।
এ সময় কালবেলার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের ব্যুরো প্রধান মিঠু দাশ জয়কে ফুলেল শুভেচ্ছা জানান তারা।
দিনব্যাপী জমকালো আয়োজনে সিলেটের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষাবিদ, সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবী, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাদের সরব উপস্থিতিতে এক মিলনমেলায় পরিণত হয়।
মন্তব্য করুন