খাগড়াছড়ির মাটিরাঙ্গায় যাত্রীবাহী শান্তি পরিবহনের একটি বাসের চাকা ফেটে সড়কের পাশে উল্টে যায়। এতে ২ জন নিহত ও ৭ জন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (১৭ অক্টোবর) দুপুর সোয়া ১১টার দিকে ঢাকা-খাগড়াছড়ি আঞ্চলিক সড়কের মাটিরাঙ্গার সাপমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—দীঘিনালা কোবাখালী মুসলিমপাড়া এলাকার মৃত আব্দুল করিমের ছেলে আবদুর রাজ্জাক (৭২) ও চৌধুরীপাড়া এলাকার বিন্দু চাকমার ছেলে অনিল চাকমা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামের উদ্দেশ্যে দীঘিনালা থেকে শান্তি পরিবহনের বাসটি আলুটিলা পাহাড় নামার সময় চাকা ফেটে সড়কের পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ২ জন নিহত হয়। গুরুতর আহত হয়েছে ৭ জন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে মাটিরাঙ্গা থানা পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী উদ্ধার কাজে অংশগ্রহণ করে।
এ বিষয়ে মাটিরাঙ্গা সার্কেল সহকারী পুলিশ সুপার কাজী ওয়াজেদ আলী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় মাটিরাঙ্গা ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে।
মন্তব্য করুন