জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ বলেছেন, ‘জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদের পঞ্চম দফার অঙ্গীকারনামায় জরুরি সংশোধন তৈরি করা হচ্ছে, যা চূড়ান্ত সনদে থাকবে। যেখানে স্বীকৃতি, মর্যাদা এবং সুরক্ষা থাকবে। এসব বিষয়ে কমিশন এবং দলগুলোর পার্থক্য নেই।’
শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের মঞ্চে এসে তিনি এসব কথা বলেন।
উপস্থিত জুলাই যোদ্ধাদের উদ্দেশে আলী রীয়াজ বলেন, ‘আপনাদের সঙ্গে এভাবে দেখা করতে হচ্ছে, আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।
জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি বলেন, ‘কমিশন ৩১ অক্টোবরে পর্যন্ত বহাল রয়েছে। আজকের দিনই শেষ কথা নয়। সরকারের ব্যবস্থার দিকে নজর রাখব।’ এ সময় বিকেলে সনদ স্বাক্ষর অনুষ্ঠান হবে উল্লেখ করে আন্দোলনরত জুলাই যোদ্ধাদের চলে যাওয়ার আহ্বান জানান আলী রীয়াজ।
মন্তব্য করুন