পাকিস্তানের উত্তর উয়াজিরিস্তানে আফগান সীমান্তে এক আত্মঘাতী হামলায় ৭ পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। শুক্রবার (১৭ অক্টোবর) পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স এ খবর জানিয়েছে।
পাকিস্তানের কর্মকর্তারা জানিয়েছেন, একটি সামরিক ক্যাম্পে আত্মঘাতী জঙ্গি বিস্ফোরক ভর্তি গাড়ি দিয়ে আক্রমণ চালায়। হামলার সময় আরও ১৩ সেনা আহত হন।
এ হামলার ঘটনাটি ঘটে পাক-আফগান সংঘর্ষের পর অস্থায়ী যুদ্ধবিরতির শেষ দিনে। আফগান সীমান্তে পাল্টাপাল্টি সংঘর্ষের পর ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি চলছে, যা শুক্রবার (১৭ অক্টোবর) গ্রিনিচ মান সময় দুপুর ১টায় শেষ হওয়ার কথা।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেন, স্থায়ী যুদ্ধবিরতির জন্য তালেবান সরকারের কাছে বল রাখা হয়েছে।
মন্তব্য করুন