লালমনিরহাটে আনন্দঘন পরিবেশে জাতীয় দৈনিক কালবেলার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বেলা ১১টায় লালমনিরহাট এলজিইডি ভিআইপি হলরুমে এক আলোচনাসভার আয়োজন করা হয়। আলোচনাসভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।
লালমনিরহাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি গোকুল রায়ের সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন লালমনিরহাট অতিরিক্ত জেলা প্রশাসক রাসেল মিয়া, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, লালমনিরহাট প্রেসক্লাবের আহ্বায়ক আনোয়ার হোসেন স্বপন, সাবেক সাধারণ সম্পাদক আহমেদুর রহমান মুকুল, প্রথম আলো জেলা প্রতিনিধি আব্দুর রব সুজন, ডেইলি স্টার জেলা প্রতিনিধি এস দিলীপ রায়, দৈনিক সংগ্রাম পত্রিকার জেলা প্রতিনিধি লাভলু শেখ, মাইটিভির প্রতিনিধি মাহফুজ সাজু, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি মাহফুজ শাহরিয়ার, আরটিভি জেলা প্রতিনিধি মিজানুর রহমান, লালমনির কণ্ঠ পত্রিকার সম্পাদক জিএস বাবু, সাংবাদিক নেতা শরিফুল ইসলাম রতন, কালবেলা পত্রিকার হাতিবান্ধা উপজেলা প্রতিনিধি তমাল রায় প্রমুখ বক্তব্য দেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কালবেলার লালমনিরহাট জেলা প্রতিনিধি এস কে সাহেদ। অনুষ্ঠান পরিচালনা করেন দেশ টিভির জেলা প্রতিনিধি জামাল বাদশা।
অনুষ্ঠানে লালমনিরহাট সংবাদপত্র এজেন্ট সাজিদ আলম ও কালবেলা পত্রিকার কালিগঞ্জ উপজেলা প্রতিনিধি নুরুল ফেরদৌসসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অর্ধশত সাংবাদিক উপস্থিত ছিলেন।
বক্তারা কালবেলার সাফল্য কামনা করেন। পরে আনন্দঘন পরিবেশে পত্রিকার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। শেষে উপস্থিত সকলের মাঝে দুপুরের খাবার প্যাকেট বিতরণ করা হয়।
মন্তব্য করুন