কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ১১:৩৮ পিএম
আপডেট : ১৯ অক্টোবর ২০২৫, ১১:৪০ পিএম
অনলাইন সংস্করণ

কিডনি রোগীদের জন্য যে ১০ খাবার নিষেধ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দেশে কিডনি রোগে আক্রান্ত মানুষের সংখ্যা বেড়েই চলছে। দীর্ঘমেয়াদি কিডনি সমস্যা বা কিডনি অকার্যকর হওয়ার প্রধানতম কারণ অনিয়ন্ত্রিত ডায়াবেটিস। এ ছাড়া যারা অনেক দিন উচ্চ রক্তচাপে ভুগছেন, দীর্ঘদিন ধরে ব্যথার ওষুধ খাচ্ছেন, যাদের অটোইমিউন রোগ (শরীরের রোগ প্রতিরোধক্ষমতা সুস্থ অঙ্গপ্রত্যঙ্গকে আক্রমণ করে) আছে, তাদের কিডনি রোগ হওয়ার ঝুঁকি থাকে।

কারও কিডনির কার্যকারিতা তিন মাসের বেশি সময় ধরে কম বা ক্রমাগত কমে যেতে থাকলে তাকে বলে দীর্ঘমেয়াদি কিডনি সমস্যা (ক্রনিক কিডনি ডিজিজ)। এ অবস্থায় কী কী খাবার খাওয়া যাবে এবং কী খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে, তা নিয়ে অনেকের মনে প্রশ্ন থাকে।

তাই কিডনিতে কোনো রকম সমস্যা দেখা দিলে জীবনযাপন ও খাদ্যাভ্যাসে পরিমিতিবোধ থাকা জরুরি। বিশেষ কিছু খাবার ক্ষতিগ্রস্ত কিডনির আরও ক্ষতি করতে পারে। তাই এসব খাবার এড়িয়ে চলুন।

১০টি খাবার কিডনি রোগিদের জন্য নিষেধ। সেগুলো হলো౼

লবণযুক্ত খাবার

লবণে থাকা সোডিয়াম কিডনির কার্যক্ষমতা কমিয়ে দিতে পারে। বেশি লবণ খেলে রক্তচাপ বেড়ে যায়। সেটা কিডনি রোগীদের জন্য মারাত্মক হতে পারে। লবণাক্ত খাবার যেমন প্যাকেটজাত চিপস, ফাস্ট ফুড, আচার ইত্যাদি এড়িয়ে চলা উচিত।

প্রোটিনসমৃদ্ধ লাল মাংস

লাল মাংস, যেমন গরু ও খাসির মাংস, হজম করতে কিডনির অতিরিক্ত কাজ করতে হয়। এতে কিডনির ওপর বাড়তি চাপ পড়ে এবং বর্জ্য পদার্থ জমে কিডনির কার্যক্ষমতা কমে যেতে পারে।

প্রক্রিয়াজাত খাবার

কোমল পানীয়, ইনস্ট্যান্ট নুডলস, ক্যানের খাবার ইত্যাদিতে উচ্চমাত্রার ফসফরাস ও প্রিজারভেটিভ থাকে। এগুলো কিডনির জন্য ক্ষতিকর এবং ক্যালসিয়ামের ভারসাম্য নষ্ট করতে পারে।

ক্যাফেইনযুক্ত পানীয়

চা, কফি ও এনার্জি ড্রিঙ্কে থাকা ক্যাফেইন কিডনিতে পাথর তৈরির ঝুঁকি বাড়ায় এবং পানিশূন্যতা সৃষ্টি করতে পারে। অতএব, এসব পানীয় সীমিত পরিমাণে গ্রহণ করা উচিত।

পটাসিয়ামসমৃদ্ধ ফল

কিডনি রোগীদের জন্য পটাসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণে রাখা জরুরি। কলা, কমলা, আলু ও টমেটোতে প্রচুর পটাসিয়াম থাকে। এগুলো রক্তে পটাসিয়ামের মাত্রা বাড়িয়ে দিতে পারে।

দুগ্ধজাত খাবার

দুধ, দই ও পনিরে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও ফসফরাস থাকে। এগুলো কিডনির বর্জ্য ফিল্টারিং ক্ষমতায় প্রভাব ফেলতে পারে এবং হাড় দুর্বল করে দিতে পারে।

চিনি ও মিষ্টি

কৃত্রিম চিনি, ক্যান্ডি, মিষ্টি পানীয় ইত্যাদি কিডনিতে প্রদাহ বাড়ায়। এছাড়া এটি ডায়াবেটিসের ঝুঁকি বাড়িয়ে কিডনি রোগ আরও জটিল করে তুলতে পারে।

অ্যালকোহল

অ্যালকোহল কিডনির রক্ত ফিল্টার করার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে এবং ডিহাইড্রেশনের কারণ হতে পারে। অ্যালকোহল কিডনির ক্ষতির ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়।

অতিরিক্ত তেল ও চর্বি

ভাজা খাবার, পিজ্জা, বার্গার ইত্যাদি অতিরিক্ত তেল ও স্যাচুরেটেড ফ্যাটসমৃদ্ধ। এগুলো রক্তে কোলেস্টেরলের মাত্রা বাড়ায় এবং কিডনির কার্যক্ষমতা কমিয়ে দেয়।

প্যাকেটজাত সস ও ড্রেসিং

কেচাপ, মায়োনেজ ও সয়া সসে উচ্চমাত্রার সোডিয়াম, চিনি ও ফসফরাস থাকে। এগুলো কিডনির জন্য অত্যন্ত ক্ষতিকর এবং কিডনি রোগের জটিলতা বাড়ায়।

কিডনি রোগীদের খাদ্যতালিকা প্রস্তুত করার সময় চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি। অ্যামেরিকান কিডনি ফান্ডের নেফ্রোলজিস্ট লরা পিটারসের মতে, ‘কিডনি রোগীদের জন্য পর্যাপ্ত পরিমাণে পানি পান করা জরুরি। তবে অতিরিক্ত পানি কিডনির ওপর চাপ সৃষ্টি করতে পারে। তাই পানি গ্রহণের পরিমাণ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নির্ধারণ করা উচিত।’

সূত্র : ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ, যুক্তরাষ্ট্র

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চায়ের দোকানে বিমান হামলা, নিহত ১৮

ববি ছাত্রদলের নেতৃত্বে মোশাররফ-শান্ত-মিজান

ব্রিজ উদ্বোধনের আগেই প্যান্ডেল ভাঙচুর

কুলদীপ–প্রসিধের চার উইকেট, জয়সওয়ালের শতকে সিরিজ ভারতের

সামনের নির্বাচন আইনশৃঙ্খলা বাহিনীর জন্য বড় পরীক্ষা : পররাষ্ট্র উপদেষ্টা

‘ডরে আমার ভয় কাঁপতেছে’, প্রেস সচিবের ‘রহস্যময়’ পোস্ট

ডিইউজের সভাপতি শহিদুল, সাধারণ সম্পাদক খুরশীদ পুনর্নির্বাচিত

ভারতে বাংলাদেশিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ, ব্যাপক ধরপাকড়

বুসকেটস–আলবার বিদায়ক্ষণে মেসির ‘আরেক ফিনালিসিমা’

ব্রাকসু নির্বাচনে ডোপ টেস্ট ও হল ক্লিয়ারেন্স বাতিলের আবেদন

১০

পেঁয়াজ আমদানির অনুমতি দিচ্ছে সরকার

১১

খালেদা জিয়া নীতির প্রশ্নে আপস করেননি : খায়রুল কবির

১২

বিশ্বকাপ ড্র ঘিরে আলোচনায় বাবা ভাঙার ‘উদ্বেগজনক’ ভবিষ্যদ্বাণী

১৩

ট্রাম্পকে দেওয়া ফিফা শান্তি পুরস্কারের কড়া সমালোচনায় নরওয়ে

১৪

অহিংস ও সাম্প্রদায়িক সম্প্রীতির শরীয়তপুর গড়ে তুলব : নুরুদ্দিন আহাম্মেদ অপু

১৫

বাবা হওয়ার পর মেহরাবের নতুন গানের ঘোষণা

১৬

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা

১৭

নির্বাচনের তপশিল নিয়ে সভা রোববার

১৮

পদোন্নতি পেয়ে সহযোগী অধ্যাপক হলেন ১২০ চিকিৎসক

১৯

ছেলেকে দেখার আকাঙ্ক্ষা নিয়েই চলে গেলেন গুম হওয়া ছাত্রদল নেতার বাবা

২০
X