কুমিল্লার চৌদ্দগ্রামে পুলিশ ও বন বিভাগ যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কচ্ছপ উদ্ধার করেছে। এ সময় পাচারকাজে জড়িত থাকার সন্দেহে এক কিশোরকে আটক করা হয়েছে। বুধবার (১৩ সেপ্টেম্বর) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার হায়দার পুল এলাকায় জিএস পরিবহনের যাত্রীবাহী একটি বাস থেকে বিভিন্ন প্রজাতির ৪৫টি কচ্ছপ উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকালে থানার অফিসার ইনচার্জ ত্রিনাথ সাহা তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, চৌদ্দগ্রাম সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার জাহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশ এবং বন বিভাগের ঢাকার সহকারী বনসংরক্ষক মো. মোজাম্মেল হোসেন ও রেঞ্জ কর্মকর্তা সনাতন কুমারের নেতৃত্বে বন বিভাগ যৌথ অভিযান চালায়। অভিযানকালে মহাসড়কের হায়দারপুল নামক এলাকা থেকে চট্টগ্রাম টু মংলাগামী জিএস ট্রাভেলসের যাত্রীবাহী বাসের পেছনের বক্স হতে তিনটি ককশিটের কার্টনভর্তি বিভিন্ন প্রজাতির ৪৫টি কচ্ছপ উদ্ধার করা হয়। এ সময় পাচারকাজে জড়িত সন্দেহে বাগেরহাট জেলার মোল্লারহাট উপজেলার মাদারতলী গ্রামের বিধান চন্দ্র অধিকারীর ছেলে বিষয় অধিকারীকে (১৭) আটক করা হয়েছে। উদ্ধারকৃত কচ্ছপগুলোর মধ্যে সুন্দি জাতের ১৯টি, হলদে জাতের ১১টি, কড়ি জাতের ৫টি ও পিকক জাতের ১০টিসহ মোট ৪৫টি কচ্ছপ রয়েছে।
এ বিষয়ে বন্যপ্রাণী বিলুপ্তি ও পাচার প্রতিরোধে ‘বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন-২০১২’ অনুসারে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বিলুপ্ত জলজপ্রাণী রক্ষায় এবং অবৈধভাবে পাচারকৃত জলজপ্রাণী উদ্ধারে সার্বক্ষণিক গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে সংঘবদ্ধ চক্রকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান পরিচালনা করে আসছে বলেও তিনি জানান।
মন্তব্য করুন