

মিরসরাইয়ে দিন-দুপুরে প্রাইভেটকারে করে কৃষকের গরু চুরির ঘটনা ঘটেছে। সোমবার (২৭ আগস্ট) দুপুরে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের গোপিনাথপুর এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী মৃদুল নন্দী নামের ওই কৃষক বলেন, বাড়ির পাশে সকালে গরুটি বেঁধে আসি। বেলা ১২টার দিকেও গিয়ে দেখে আসছি। দুপুর ২টার দিকে গিয়ে দেখি গরু নেই। এক স্কুলছাত্র প্রাইভেটকারে গরু তুলতে দেখে জিজ্ঞেস করলে গরু ক্রয় করছে বলে জানায়। পরে বিষয়টি আমাকে জানালে দৌঁড়ে গিয়ে দেখি গরু নেই। বাচুর আছে, গাভি নিয়ে গেছে।
তিনি বলেন, গরুটির বাজার মূল্য আনুমানিক ১ লাখ টাকা। আমি গরিব মানুষ, এখন নিঃস্ব হয়ে গেলাম।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আবদুল হালিম বলেন, ‘প্রাইভেটকারে করে গরু চুরির বিষয়টি শুনে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে প্রয়োজনীয় প্রদক্ষেপ গ্রহণ করা হবে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
মন্তব্য করুন