বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬, ১৬ মাঘ ১৪৩৩
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫, ০৯:২৫ পিএম
অনলাইন সংস্করণ

বন্দর বিদেশিদের না দিতে চট্টগ্রামে সমাবেশের ডাক

বাম গণতান্ত্রিক জোট এবং ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চার কর্মসূচি। ছবি : কালবেলা
বাম গণতান্ত্রিক জোট এবং ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চার কর্মসূচি। ছবি : কালবেলা

দেশে বেশ কয়েকমাস ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে চট্টগ্রাম বন্দর। এ বন্দরের নিউমুরিং টার্মিনাল ও লালদিয়ার চর বিদেশিদের দেওয়া ঘিরে পক্ষে-বিপক্ষে বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক দলের অবস্থান দেখা গেছে। এবার আগামী ৮ নভেম্বর বন্দর বিদেশিদের কাছে না দেওয়ার দাবিতে চট্টগ্রামে মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে বাম সংগঠনগুলো।

এতে কাজ না হলে নভেম্বরের শেষ সপ্তাহে যমুনা ঘেরাও কর্মসূচি পালন করা হবে। তাতেও যদি কাজ না হয় তারপর সর্বাত্মক আন্দোলন গড়ে তুলবে সংগঠনগুলো।

সোমবার (২৭ অক্টোবর) দুপুর ১টায় ঢাকার গুলিস্তান জিরো পয়েন্টে এমন ঘোষণা দেওয়া হয়।

এর আগে বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করে বাম গণতান্ত্রিক জোট এবং ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চা। পরে নৌপরিবহন মন্ত্রণালয় অভিমুখে বিক্ষোভ মিছিল শুরু করে তারা। মিছিলটি প্রেস ক্লাব থেকে পল্টন মোড় হয়ে গুলিস্তান জিরো পয়েন্টে গেলে পুলিশ বাধা দেয়। পরে সেখানেই সমাবেশ করে বাম সংগঠনগুলো।

সমাবেশে বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ বলেন, চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে দেওয়া চুক্তি থেকে সরকার যদি সরে না আসে তাহলে আগামী ৮ নভেম্বর চট্টগ্রামে সমাবাবেশ করবে। এতে কাজ না হলে নভেম্বরের শেষ সপ্তাহে যমুনা ঘেরাও কর্মসূচি পালন করব। তাতেও যদি কাজ না হয় তারপর সর্বাত্মক আন্দোলন গড়ে তোলা হবে।

সমাবেশে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের আহ্বায়ক হারুনুর রশীদ ভূঁইয়া বলেন, আমরা বামপন্থিরা মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আন্দোলন করছি। জেলা প্রশাসকদের পাশাপাশি আজ মন্ত্রণালয়ে স্মারকলিপি দেব।

গণমুক্তি ইউনিয়নের আহ্বায়ক নাসির উদ্দিন নাসু বলেন, হাসিনা সরকার যেভাবে গোপন চুক্তি করেছিল ঠিক একইভাবে এ সরকার বিদেশিদের সঙ্গে গোপন চুক্তি করছে। আমাদের বন্দর বিদেশিদের হাতে তুলে দিচ্ছে।

গণতান্ত্রিক বিল্পবী পার্টির আহ্বায়ক মোশরেফা মিশু বলেন, ‘অনেক রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা ও জুলাই গণঅভ্যুত্থান অর্জন করেছি। সরকার সাম্রাজ্যবাদের দিকে ঝুকছে। বন্দর যাদের হাতে তুলে দেওয়া হচ্ছে সেই ডিপি ওয়ার্ল্ডের অনেক বদনাম আছে। এ কোম্পানির সঙ্গে মার্কিন নৌবাহিনীর চুক্তি আছে। তারা যেই দেশে যায় তাদের সর্বনাশ হয়। কিন্তু সরকার বন্দরকে বিদেশি কোম্পানির কাছে দেওয়ার চুক্তি করছে। এ রকম পরিস্থিতে আমরা উদ্বিগ্ন। মার্কিন সাম্রাজ্যবাদ কী আমাদের সার্বভৌমত্ব কেড়ে নেবে।’

বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ বলেন, ‘যারা ক্ষমতায় যায় তারা দেশটাকেও বাপ-দাদার সম্পত্তি মনে করেন। মার্কিন সাম্রাজ্যবাদীরা ড. ইউনূসের সহায়তায় আমাদের বন্দর দখল করার চেষ্টায় আছে। এ অধিকার ড. ইউনূসের নেই। নতুন করে যদি আমেরিকান তাবেদার করা হয় আবারও মুক্তিযুদ্ধ হবে।’

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি সাজ্জাদ জাহির চঞ্চল বলেন, ‘শুধু বন্দর ইজারা মুখ্য বিষয় না। এ অঞ্চলে আমেরিকার যে ভূ-রাজনৈতিক স্বার্থ আছে সেটি জড়িত। আমরা এর আগেও চট্টগ্রাম বন্দর, ফুলবাড়ি কয়লার খনি বিদেশিদের দিতে দেইনি। প্রতিবাদ করতে গিয়ে শ্রমিকদের মৃত্যু হয়েছে। আমরা বেঁচে থাকতে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এ আন্দোলন চলবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের স্বার্থ রক্ষায় একমাত্র দল হলো বিএনপি : মির্জা আব্বাস

রাতে বিচারকের বাসায় ককটেল হামলা 

ফরিদপুরে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর ওপর হামলার অভিযোগ

ইসলামের নামে ধোঁকা দেওয়া সহ্য করবে না মানুষ : ১২ দলীয় জোট 

ভোটে সহিংসতার দায় আ.লীগের কেন, ব্যাখ্যা দিলেন পররাষ্ট্র উপদেষ্টা

বিএনপির আরও ১১ নেতাকে বহিষ্কার

চবির নতুন ডিনকে আ.লীগপন্থি দাবি করে জাতীয়তাবাদী ফোরামের ক্ষোভ

ভারতের কূটনীতিকদের পরিবার সরানোর কোনো কারণ খুঁজে পাই না : পররাষ্ট্র উপদেষ্টা

বৃহস্পতিবার যেসব এলাকায় ১২ ঘণ্টা গ্যাস থাকবে না

ভিসানীতিতে পরিবর্তন, যুক্তরাষ্ট্রে ভারতীয়দের জন্য বড় ধাক্কা

১০

বিএনপির ৪ নেতার পদত্যাগ

১১

কবে পদত্যাগ করবেন, জানালেন ডাকসুনেতা সর্বমিত্র চাকমা

১২

সংঘর্ষে জামায়াত নেতা রেজাউল করিম নিহত

১৩

আর কোনো স্বৈরাচার না চাইলে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে : আসিফ মাহমুদ

১৪

বৃষ্টি নিয়ে নতুন বার্তা

১৫

কে এই তামিম রহমান?

১৬

চাঁদে আঘাত হানতে পারে গ্রহাণু, পৃথিবীতে ভয়াবহ উল্কাবৃষ্টির আশঙ্কা

১৭

বাঞ্ছারামপুর উপজেলা সার্ভেয়ার সমিতির নতুন কমিটি / সভাপতি আব্বাস, সম্পাদক নুরুল আমিন

১৮

ড্যাফোডিলের ১৩তম সমাবর্তনে চার হাজার শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান

১৯

স্ত্রী-সন্তানের কবর ছুঁয়ে কান্নায় ভেঙে পড়লেন সাদ্দাম

২০
X