মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১২ কার্তিক ১৪৩২
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫, ০৯:২৫ পিএম
অনলাইন সংস্করণ

বন্দর বিদেশিদের না দিতে চট্টগ্রামে সমাবেশের ডাক

বাম গণতান্ত্রিক জোট এবং ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চার কর্মসূচি। ছবি : কালবেলা
বাম গণতান্ত্রিক জোট এবং ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চার কর্মসূচি। ছবি : কালবেলা

দেশে বেশ কয়েকমাস ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে চট্টগ্রাম বন্দর। এ বন্দরের নিউমুরিং টার্মিনাল ও লালদিয়ার চর বিদেশিদের দেওয়া ঘিরে পক্ষে-বিপক্ষে বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক দলের অবস্থান দেখা গেছে। এবার আগামী ৮ নভেম্বর বন্দর বিদেশিদের কাছে না দেওয়ার দাবিতে চট্টগ্রামে মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে বাম সংগঠনগুলো।

এতে কাজ না হলে নভেম্বরের শেষ সপ্তাহে যমুনা ঘেরাও কর্মসূচি পালন করা হবে। তাতেও যদি কাজ না হয় তারপর সর্বাত্মক আন্দোলন গড়ে তুলবে সংগঠনগুলো।

সোমবার (২৭ অক্টোবর) দুপুর ১টায় ঢাকার গুলিস্তান জিরো পয়েন্টে এমন ঘোষণা দেওয়া হয়।

এর আগে বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করে বাম গণতান্ত্রিক জোট এবং ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চা। পরে নৌপরিবহন মন্ত্রণালয় অভিমুখে বিক্ষোভ মিছিল শুরু করে তারা। মিছিলটি প্রেস ক্লাব থেকে পল্টন মোড় হয়ে গুলিস্তান জিরো পয়েন্টে গেলে পুলিশ বাধা দেয়। পরে সেখানেই সমাবেশ করে বাম সংগঠনগুলো।

সমাবেশে বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ বলেন, চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে দেওয়া চুক্তি থেকে সরকার যদি সরে না আসে তাহলে আগামী ৮ নভেম্বর চট্টগ্রামে সমাবাবেশ করবে। এতে কাজ না হলে নভেম্বরের শেষ সপ্তাহে যমুনা ঘেরাও কর্মসূচি পালন করব। তাতেও যদি কাজ না হয় তারপর সর্বাত্মক আন্দোলন গড়ে তোলা হবে।

সমাবেশে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের আহ্বায়ক হারুনুর রশীদ ভূঁইয়া বলেন, আমরা বামপন্থিরা মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আন্দোলন করছি। জেলা প্রশাসকদের পাশাপাশি আজ মন্ত্রণালয়ে স্মারকলিপি দেব।

গণমুক্তি ইউনিয়নের আহ্বায়ক নাসির উদ্দিন নাসু বলেন, হাসিনা সরকার যেভাবে গোপন চুক্তি করেছিল ঠিক একইভাবে এ সরকার বিদেশিদের সঙ্গে গোপন চুক্তি করছে। আমাদের বন্দর বিদেশিদের হাতে তুলে দিচ্ছে।

গণতান্ত্রিক বিল্পবী পার্টির আহ্বায়ক মোশরেফা মিশু বলেন, ‘অনেক রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা ও জুলাই গণঅভ্যুত্থান অর্জন করেছি। সরকার সাম্রাজ্যবাদের দিকে ঝুকছে। বন্দর যাদের হাতে তুলে দেওয়া হচ্ছে সেই ডিপি ওয়ার্ল্ডের অনেক বদনাম আছে। এ কোম্পানির সঙ্গে মার্কিন নৌবাহিনীর চুক্তি আছে। তারা যেই দেশে যায় তাদের সর্বনাশ হয়। কিন্তু সরকার বন্দরকে বিদেশি কোম্পানির কাছে দেওয়ার চুক্তি করছে। এ রকম পরিস্থিতে আমরা উদ্বিগ্ন। মার্কিন সাম্রাজ্যবাদ কী আমাদের সার্বভৌমত্ব কেড়ে নেবে।’

বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ বলেন, ‘যারা ক্ষমতায় যায় তারা দেশটাকেও বাপ-দাদার সম্পত্তি মনে করেন। মার্কিন সাম্রাজ্যবাদীরা ড. ইউনূসের সহায়তায় আমাদের বন্দর দখল করার চেষ্টায় আছে। এ অধিকার ড. ইউনূসের নেই। নতুন করে যদি আমেরিকান তাবেদার করা হয় আবারও মুক্তিযুদ্ধ হবে।’

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি সাজ্জাদ জাহির চঞ্চল বলেন, ‘শুধু বন্দর ইজারা মুখ্য বিষয় না। এ অঞ্চলে আমেরিকার যে ভূ-রাজনৈতিক স্বার্থ আছে সেটি জড়িত। আমরা এর আগেও চট্টগ্রাম বন্দর, ফুলবাড়ি কয়লার খনি বিদেশিদের দিতে দেইনি। প্রতিবাদ করতে গিয়ে শ্রমিকদের মৃত্যু হয়েছে। আমরা বেঁচে থাকতে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এ আন্দোলন চলবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃহত্তর সুন্নী জোটের জরুরি সভা অনুষ্ঠিত, যা বললেন জোটের নেতারা

সরকারি অর্থে বিদেশ ভ্রমণসহ যেসব ব্যয় বন্ধ থাকবে

ঝটিকা মিছিল : আ.লীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

এআইইউবিতে নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

বগুড়ায় আজিজুল হক কলেজের লেক পরিষ্কার করল ছাত্রদল

ইনানী নয়, কক্সবাজার থেকে সেন্টমার্টিন যাবে জাহাজ

৮ দিন ধরে মুক্তা পানির উৎপাদন বন্ধ, আন্দোলনে প্রতিবন্ধী শ্রমিকরা

মঙ্গলবার সন্ধ্যায় আঘাত হানবে ঘূর্ণিঝড় মোন্থা, বাংলাদেশেও পড়বে প্রভাব

ভারতের মহড়া, আকাশসীমা বন্ধ ঘোষণা করল পাকিস্তান

জামায়াতের আন্দোলন মানেই শান্তি ও সুশৃঙ্খল : মাওলানা বিল্লাল

১০

শিক্ষিকার চুরি যাওয়া ল্যাপটপ ও মোবাইল উদ্ধার করল পুলিশ

১১

গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলীকে বাধ্যতামূলক অবসর

১২

এল ক্লাসিকোয় আগুন জ্বেলে এখন সমালোচনার মুখে ইয়ামাল

১৩

টানা ৩ দফায় স্বর্ণের দাম কত কমলো?

১৪

সাতক্ষীরায় মাদক বিক্রির সময় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

১৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

১৬

যুবদল নেতা কলিম হাওলাদারের নেতৃত্বে জিয়ার সমাধিতে ফুলেল শ্রদ্ধা

১৭

রাবিতে ভর্তির আবেদনের তারিখ ঘোষণা

১৮

সেই ৫ উপদেষ্টাকে ছাড়া এক ঘণ্টাও টিকবে না ড. ইউনূসের সরকার : রাশেদ খান

১৯

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদারীপুরে বর্ণাঢ্য র‍্যালি

২০
X