

দেশের সমস্যা সমাধানে জনগণের সাহায্য চাইলেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। রোববার (০২ নভেম্বর) সকালে কলাপাড়ার পাখিমারা বাজারে কৃষকদের উৎপাদিত সবজি বাগান সরাসরি দেখতে ও কৃষকদের সঙ্গে মতবিনিময় করতে গিয়ে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি বলেন, আমরা যেন আপনাদের সমস্যাগুলো সমাধানে কাজ করতে পারি। সেজন্য আপনারা আমাদের পাশে থাকবেন। আমরাও পাশে আছি, থাকব।
ভোরের আলো ফুটতে না ফুটতেই হাসনাতকে পেয়ে অভিভূত হয়ে পড়েন প্রান্তিক কৃষকরা। এ সময় তাকে এক নজর দেখার জন্য ভিড় পড়ে যায়। অনেকেই সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েন।
এ সময় এনসিপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন, যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ শান্ত, যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান তুহিন, কেন্দ্রীয় সদস্য ও প্রধান সমন্বয়কারী (বরিশাল জেলা) আবু সাঈদ মুসা এবং কেন্দ্রীয় সদস্য রফিকুল ইসলাম কনক।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা সমন্বয় কমিটির সদস্য লায়ন সাইফুল্লাহ মামুন, মো. মনিরুজ্জামান, মাহাবুবুল আলম নাঈম, মোহাম্মদ আল ইমরান, মাহফুজুর রহমান মিরাজ।
এর আগে শনিবার (০১ নভেম্বর) জেলা শিল্পকলা একাডেমীর অডিটোরিয়ামে এনসিপির পটুয়াখালী জেলা কমিটির সমন্বয় সভা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরে রাত্র যাপন করছেন কুয়াকাটায়।
মন্তব্য করুন