

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) তালতলী উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হককে (শহীদ মেম্বার) কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব এসএম হুমায়ুন হাসান শাহীন।
দলীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি আহ্বায়ক শহিদুল হকের বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ, দলীয় সিদ্ধান্ত উপেক্ষা ও দলবিরোধী তৎপরতায় সম্পৃক্ত থাকার অভিযোগ ওঠে। এ বিষয়ে জেলা বিএনপির কাছে একাধিক লিখিত অভিযোগ জমা পড়ে। এমন পরিস্থিতিতে রোববার (০২ নভেম্বর) বিএনপি বরগুনা জেলা শাখার সদস্য সচিব এস এম হুমায়ুন হাসান শাহীন স্বাক্ষরিত জেলা বিএনপির প্যাডে আহ্বায়ক শহিদুল হককে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়।
নোটিশে বলা হয়েছে, সংগঠনবিরোধী কর্মকাণ্ডের জন্য কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা আগামী ১০ নভেম্বর (সোমবার) জেলা আহ্বায়ক ও সদস্য সচিবের উপস্থিতিতে স্বশরীরে হাজির হয়ে লিখিতভাবে ব্যাখ্যা দিতে হবে।
নোটিশে আরও উল্লেখ করা হয়, নির্ধারিত তারিখে ব্যাখ্যা প্রদান না করলে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
কারন দর্শানোর নোটিশের বিষয়ে তালতলী উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হক (শহীদ মেম্বার) কালবেলাকে বলেন, ‘একটি চক্র পরিকল্পিতভাবে আমাকে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করছে। আমি নির্দোষ, অভিযোগের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। আমি যথাসময়ে জেলা কমিটির দেওয়া নোটিশের জবাব দেব।
বরগুনা জেলা বিএনপির সদস্য সচিব এসএম হুমায়ুন হাসান শাহীন কালবেলাকে বলেন, তালতলী উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হকের বিরুদ্ধে জেলা আহ্বায়ক কমিটির কাছে সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ হয় এমন কিছু অভিযোগ তুলে একাধিক লিখিত অভিযোগ ও কিছু ডকুমেন্টস এসেছে। এসব অভিযোগের বিষয়ে তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।
মন্তব্য করুন