

মাগুরা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মুন্সী রেজাউল হককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় মাগুরা শহরের পারনান্দুয়ালী মুন্সীপাড়ায় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মাগুরা সদর থানার ওসি মো. আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে নাশকতার অভিযোগের একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার নামে অন্য কোনো মামলা আছে কি না সেটির খোঁজখবরও নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, তাকে আদালতে সোপর্দ করা হবে।
মন্তব্য করুন