কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ০১:০১ পিএম
আপডেট : ১৫ নভেম্বর ২০২৫, ০১:০৬ পিএম
অনলাইন সংস্করণ

‘এবারের নির্বাচন ফ্যাসিস্ট আমলের মতো হলে জাতির ভাগ্যে দুর্ভোগ নেমে আসবে’

খুলনা-৫ আসনে শোভাযাত্রায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ছবি : সংগৃহীত
খুলনা-৫ আসনে শোভাযাত্রায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ছবি : সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, এবারের নির্বাচন যদি ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের মতো হয়, তাহলে জাতির ভাগ্যে চরম দুর্ভোগ নেমে আসবে।

শনিবার (১৫ নভেম্বর) সকালে খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনে শোভাযাত্রা শুরুর আগে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

প্রশাসনের কাছে আহ্বান জানিয়ে গোলাম পরওয়ার বলেন, আপনারা নিরপেক্ষ থাকুন। আগামী নির্বাচন স্বচ্ছ করুন। প্রত্যেক প্রার্থী যেন সমান সুযোগ পেয়ে নির্বাচনী কাজ করতে পারে। অতীতে যারা কোনো বিশেষ দলের পক্ষে কাজ করেছে, সেই ওসি, এসপিরা সব পালিয়ে গেছে। তারা এখন ট্রাইব্যুনালে হাজির।

তিনি বলেন, প্রধান বিচারপতি পালিয়ে গেছে। বায়তুল মোকাররমের খতিব পালিয়ে গেছে। ডিআইজি পালিয়ে গেছে। পুলিশ কমিশনার পালিয়ে গেছে। ওসিরা চাকরি ছেড়ে বর্ডার দিয়ে ইন্ডিয়া চলে গেছে। আপনাদের বিরুদ্ধেও যদি সেই অভিযোগ আসে আপনারা কিন্তু পালানোর পথ পাবেন না।

জামায়াতের এই নেতা বলেন, মানুষ পরিবর্তন চায়। ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর স্বাভাবিকভাবে কার্যক্রম করতে পারছি। জনগণ শান্তির বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লায় ভোট দেবে বলে আমি বিশ্বাস করি। তিনি দাবি করেন, নতুন প্রজন্মের মধ্য থেকেই পরিবর্তনের ধারা শুরু হয়েছে।

নির্বাচনে ‘কালো টাকার প্রভাব’ বন্ধের আহ্বান জানিয়ে তিনি বলেন, যারা শত কোটি টাকা খরচ করে নমিনেশন নিচ্ছে, তাদের উদ্দেশ্য সৎ নয়; তারা নির্বাচিত হলে দুর্নীতি বাড়বে।

জিরো পয়েন্ট থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি গুটুদিয়া, ডুমুরিয়া, খর্ণিয়া ও চুকনগরসহ কয়েকটি এলাকা অতিক্রম করে শিরোমণি শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়। পুরো পথজুড়ে গ্রামবাসীরা হাত নেড়ে পরওয়ারকে স্বাগত জানান, আর নেতাকর্মীদের দাঁড়িপাল্লা প্রতীকের স্লোগানে এলাকা মুখরিত হয়ে ওঠে।

পথসভায় সভাপতিত্ব করেন হরিণটানা থানা আমীর জি. এম. আব্দুল গফুর। সেখানে বক্তব্য দেন খুলনা–১ আসনের প্রার্থী মাওলানা আবু ইউসুফ, জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুসসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ঈশ্বর আমাদের সবচেয়ে বড় আশীর্বাদ দিয়েছেন’

আসিফ ইমরানের পাশে জনপ্রিয় ব্র্যান্ড ‘ফ্রেশ’

মরদেহের পায়ে নাম লেখা, নেপথ্যে কী

আপনারা কিন্তু পালানোর পথ পাবেন না : গোলাম পরওয়ার

অ্যাশেজের প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন তারকা পেসার

নওগাঁয় বিএনপি নেতা মোজাম্মেল শাহ বহিষ্কার

তেল ছাড়াই রান্না করুন স্বাস্থ্যকর, হালকা ও সুস্বাদু মুরগির মাংস

বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন ইউরোপীয় ইউনিয়নের

আগুনে পুড়ল বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন গোলরক্ষকের বাড়ি

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

১০

ঢাকায় ২৪তম আন্তর্জাতিক কেরাত সম্মেলন ২৮ নভেম্বর 

১১

‘বিএনপি ক্ষমতায় গেলে সংবিধানে আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস পুনর্বহাল করা হবে’

১২

ভুলে প্রতিপক্ষের সমাবেশে নেমে পড়ল হেলিকপ্টার, অতঃপর...

১৩

গণভোটের চারটি প্রশ্নের একটিতে না বলার সুযোগ কোথায় : রিজভী

১৪

নবীর পরে কোনো নবী নেই :  সাইয়েদ মাহমুদ মাদানী

১৫

দিল্লি বিস্ফোরণে জড়িত থাকার অভিযোগে ৪ চিকিৎসকের নিবন্ধন বাতিল

১৬

ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বোনের

১৭

ভিসা ছাড়াই এশিয়ার যে ৬ দেশে ঘুরতে পারবেন বাংলাদেশিরা

১৮

ল্যাপটপের ডিসপ্লে নিরাপদে পরিষ্কার করবেন যেভাবে

১৯

নিলামের আগেই দল পেলেন ৮ ক্রিকেটার

২০
X