

কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বিএনপির দুই নেতা— মনোনয়নপ্রাপ্ত আবুল কালাম এবং মনোনয়নবঞ্চিত সামিরা আজীম দোলা এবার নেতাকর্মীদের নিয়ে ঐক্যবদ্ধ হয়েছেন।
কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্ল্যাহ বুলুর উপস্থিতিতে তারা ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনে একযোগে কাজ করে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার ঘোষণা দিয়েছেন।
শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় কুমিল্লার লাকসাম বিএনপি কার্যালয়ে এ গুরুত্বপূর্ণ ঐক্য বৈঠক অনুষ্ঠিত হয়।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য (বরুড়া) জাকারিয়া তাহের সুমনের সভাপতিত্বে এবং বিএনপির কুমিল্লা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়ার পরিচালনায় বৈঠকটি অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্ল্যাহ বুলু। তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা এ দুজনকে (আবুল কালাম ও সামিরা আজীম দোলা) একসঙ্গে কাজ করার জন্য এ বৈঠকে বসেছি এবং তারা দুজন একসঙ্গে কাজ করে ধানের শীষকে বিজয়ী করবে। এখানে ব্যক্তি পরিচয় নয়, আমরা সবাই ধানের শীষের লোক। তাই ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।
বৈঠকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করার ঘোষণা দিয়ে বক্তব্য দেন কুমিল্লা-৯ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আবুল কালাম এবং মনোনয়নবঞ্চিত সাবেক এমপি মরহুম কর্নেল এম আনোয়ারুল আজীমের মেয়ে সামিরা আজীম দোলা।
এ সময় আরও উপস্থিত ছিলেন কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ আবদুল গফুর ভূঁইয়া, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাদুল বারী আবু এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম প্রমুখ।
এর আগে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ আবুল কালাম ও সামিরা আজীম দোলাকে নিয়ে ঢাকার গুলশানে বসেন। সেখানে তাদের সমঝোতা করিয়ে দেওয়া হয়। তার আগে দোলার সঙ্গে ফোনে কথা বলেন তারেক রহমান। যার ধারাবাহিকতায় শনিবার বিকেলে নিজ নিজ নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ওই সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সবাই দলীয় প্রার্থী আবুল কালামের প্রতি নিজেদের সমর্থন ব্যক্ত করেন।
মন্তব্য করুন