মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫, ০৬:১৯ পিএম
অনলাইন সংস্করণ

কাপড়ের মার্কেটে ভয়াবহ আগুন

নেত্রকোনার মদন পৌরশহরের মহিউদ্দিন মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড। ছবি : কালবেলা
নেত্রকোনার মদন পৌরশহরের মহিউদ্দিন মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড। ছবি : কালবেলা

নেত্রকোনার মদন পৌরশহরের মহিউদ্দিন মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে মার্কেটের কাপড় পট্টিসহ অন্তত ২৫টি দোকান পুড়ে গেছে। এর সঙ্গে আগুনে ৪৫টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে আগুনের সূত্রপাত হয়।

পরে স্থানীয় লোকজন ও দমকল কর্মীরা প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন নেভাতে গিয়ে ছানা মিয়া নামের একজন আহত হন। তাকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিস ব্যবসায়ীদেও সূত্রে জানা গেছে, সকাল ৯টা ৩০ মিনিটের দিকে স্থানীয় লোকজন মার্কেটের কাপড়পট্টির একটি দোকান থেকে হঠাৎ করে ধোঁয়া বের হতে দেখেন।

কিছুক্ষণের মধ্যেই দাউ দাউ করে আগুন জ্বলে উঠে আশপাশের দোকানে ছাড়িয়ে পড়ে।

এতে তাপস বস্ত্রালয়, তাকিয়া বস্ত্রালয়, পোশাক শ্রী, রাজলক্ষ্মী বস্ত্রালয়, মধুয়াখালী বস্ত্রালয়, সাইফুল বস্ত্রালয়, বিশ্বাস বস্ত্রালয়, মনেরেখ বস্ত্রালয়, মনোমোহন বস্ত্রালয়সহ অন্তত ২৫টি কাপড়ের দোকান পুড়ে যায়। এ ছাড়া মালামাল সড়াতে গিয়ে আরও ২৩টি ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় মদন ফায়ার সার্ভিসের কর্মীরা দেড় ঘণ্টা সময়ব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

তবে আগুনের সূত্রপাত কীভাবে ঘটেছে তা এখনো স্পষ্ট করে বলা যাচ্ছে না। আগুন নেভাতে গিয়ে উপজেলার উচিতপুর গ্রামের ছানা মিয়া আহত হয়ে পড়লে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ব্যবসায়ী রাজীব পাল ও উত্তম রায় বলেন, ‘আগুন কীভাবে লেগেছে তা বলতে পারছি না। আমার সব শেষ হয়ে গেছে। সব মিলে আগুনে কাপড় ব্যবসায়ীদের ১১ কোটি টাকার বেশি ক্ষয়-ক্ষতি হয়েছে। এখন আমরা সর্বস্বান্ত হয়ে পড়েছি। সামনের দিনগুলো কীভাবে বলবে তা বুঝে উঠতে পারছি না।’

মদন উপজেলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার জমিয়ত আলী বলেন, ‘কীভাবে আগুন লেগেছে তা তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা হয়নি।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আদিলুজ্জামান বলেন, ‘আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। মার্কেটটিতে প্রায় ছয় শতাধিক দোকানপাট রয়েছে। ব্যবসায়ীরা জানিয়েছেন আগুনে সব মিলে তাদের প্রায় ১৮ কোটি টাকার মতো ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৎছেলে নাগাকে নিয়ে যা বললেন অমলা

দুই দিনে শেষ অ্যাশেজ: পিচকে ‘খুব ভালো’ রেটিং আইসিসির

যে ৬ সহজ কৌশল রক্ত পরীক্ষায় সুচের ভয় কমাতে সাহায্য করবে

ইমরান খানের মৃত্যুর গুজব, যা জানাল কারা কর্তৃপক্ষ

আবারও মালাইকার প্রেমের গুঞ্জন

প্লট দুর্নীতি মামলায় জয়-পুতুলের ৫ বছর কারাদণ্ড   

প্লট দুর্নীতির মামলায় গণপূর্তের সাইফুলকে খালাস

মশার উপদ্রবে অতিষ্ঠ নওগাঁ পৌরবাসী, বেড়েছে ডেঙ্গু রোগী

আমি মেয়ে হতে পারি; কিন্তু বোকা নই: রুক্মিণী

এবার ভূমিকম্পে কাঁপল ভারত

১০

বিপিএল নিলামে ১৫৮ ক্রিকেটার, কোন ক্যাটাগরিতে কারা

১১

৫৫ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ, আটক ১০০

১২

বাবার পর এবার ছেলেকে কুপিয়ে হত্যা, কী বলছে পুলিশ

১৩

প্লট দুর্নীতির তিন মামলায় শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড 

১৪

প্লট দুর্নীতি    / শেখ হাসিনা-জয়-পুতুলের রায় পড়া চলছে

১৫

সহজ ৫ অভ্যাসে নিয়ন্ত্রণে রাখুন রক্তের সুগারের মাত্রা

১৬

নতুন পে স্কেল নিয়ে সর্বশেষ যা জানা গেল

১৭

ফের ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

১৮

আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ফের বৈঠকে ইসি

১৯

‘খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে কাজ করছে সরকার’

২০
X