ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ১০:০৪ এএম
অনলাইন সংস্করণ

মানিকগঞ্জে ৩৩ বছর পর হারেজ আলী ফিরে পেলেন পরিবার

হারেজ আলী। ছবি : সংগৃহীত
হারেজ আলী। ছবি : সংগৃহীত

সামান্য মানসিক ভারসাম্যহীন হারেজ আলী (৫৮) দীর্ঘ ৩৩ বছর পর ফিরলেন আপন ঠিকানায়। পরিবারের সঙ্গে অভিমান করে বাড়ি থেকে বের হয়েছিলেন অচিন ঠিকানায়। এদিকে আদরের ধন হারিয়ে বিধবা মা তাকে পাগলপ্রায় হয়ে খুঁজেছেন। শূন্য বুকে হাহাকার তাতে বেড়েছে। আত্মীয়স্বজন শুভাকাঙ্ক্ষী হারানো বিজ্ঞপ্তিসহ কোনো কৌশলে খোঁজ মেলেনি সন্তানের।

অবশেষে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ঘিওর থানা পুলিশের সার্বিক সহযোগিতায় ৩৩ বছর পর অবসান হয়েছে প্রতীক্ষার। তিনি ফিরে পেয়েছেন তার পরিবার। তবে কেন এতদিন বাড়ি ফেরেননি হারেজ আলী। এর উত্তর মেলেনি।

হারেজ আলী (৫৮) মানিকগঞ্জের ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের সাইংজুরী গ্রামের মৃত চেনু খাঁর ছেলে। টগবগে যৌবন নিয়ে বের হয়েছিলেন বাড়ি থেকে। ফিরেছেন বৃদ্ধ হয়ে। এদিকে তার ফিরে আসার খবর শুনে শত শত লোক হারেজকে একনজর দেখার জন্য তার বাড়িতে ভিড় জমাচ্ছেন।

পরিবার সূত্রে জানা গেছে, হারেজ আলী কিছুটা মানসিক ভারসাম্যহীন ১৯৯০ সালে ২৫ বছর বয়সে বের হয়েছিলেন বাড়ি থেকে। এখন তার বয়স ৫৮ বছর। ৩৩ বছর পর হঠাৎ চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানাধীন হোগলডাংগা গ্রামের মতিয়ার নামে এক লোক ঘিওর থানা এবং স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে তাদের সঙ্গে যোগাযোগ করেন। এ সময় তারা জানান, তাদের বাড়িতে হারেজ ২৫ বছর ধরে বসবাস করেন। পরে তাদের কথা অনুযায়ী চুয়াডাঙ্গা থেকে স্থানীয় কয়েকজন গণ্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে হারেজ আলীকে বাড়ি নিয়ে আসেন পরিবারের লোকজন।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি জানান, হারেজের ফিরে আসা সবার মনে আনন্দের বন্যা বয়ে গেলেও সম্পত্তি ভাগের লোভে কিছুটা শঙ্কিত তার বোনজামাই শফি উদ্দিন।

হারেজের ছোট বোন নূরজাহান বেগম জানান, তার ভাই কিছুটা মানসিক ভারসাম্যহীন এবং কিছুটা অসুস্থ, কথা কম বলেন। তার একমাত্র ভাইকে ফিরে পেয়ে অনেক আনন্দিত।

স্থানীয় আব্দুল মালেক দেওয়ান জানান, পরিবারের সঙ্গে হারেজকে আনতে তিনিও চুয়াডাঙ্গা গিয়েছিলেন। ২৫ বছর মতিয়ার নামে এক ভদ্রলোক তাকে লালন পালন করেছেন। তারা অনেক ভালো মানুষ এতদিন ঠিকানা না বলতে পাড়ায় হারেজকে বাড়ি পৌঁছে দিতে পারেনি বলে জানিয়েছে। হারেজ ফিরে আসায় এলাকায় আনন্দের বন্যা বইছে ।

ঘিওর থানার অফিসার ইনচার্জ মো. আমিনুর রহমান বলেন, ১৯৯০ সালে বালিয়াখোড়া ইউনিয়নের হারেজ আলী নামে ওই ব্যক্তি বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। স্থানীয় ইউপি চেয়ারম্যান আওয়াল খান আমাকে জানান, যে হারিয়ে যাওয়া সেই হারেজ চুয়াডাঙ্গা জেলায় এক ব্যক্তির বাড়ি বসবাস করছেন মর্মে তার সঙ্গে যোগাযোগ করেছেন। এ ব্যাপারে পুলিশের সহযোগিতা কামনা করেন এবং শনিবার ১৬ সেপ্টেম্বর সকালে তাকে আনার জন্য স্থানীয়রা গিয়েছিলেন। রাতে তাকে নিয়ে আসেন। এ বিষয়ে ঘিওর থানা পুলিশ সর্বাত্মক সহযোগিতা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসির শুনানিতে হট্টগোল / রুমিন ফারহানার সমর্থকদের মহাসড়ক অবরোধ, এনসিপির বিক্ষোভ 

কারাগারে বিক্রমাসিংহে, মুখ খুললেন সাবেক তিন প্রেসিডেন্ট

গোল্ডেন হারভেস্টে বড় নিয়োগ

যুক্তরাষ্ট্রের পর্যটন ভিসার ফি বাড়ছে দ্বিগুণের বেশি

জুম টিভির অফিসে নিরাপত্তা বাহিনীর অভিযান

ধেয়ে আসছে শক্তিশালী ঝড়, ৬ লাখ মানুষকে সরানোর নির্দেশ 

হাসপাতালে বাণিজ্যিক নার্সারি, সন্ধ্যায় বসে মাদকসেবীদের আড্ডা

ইহুদিবিদ্বেষ ইস্যুতে মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল ফ্রান্স

টিভিতে আজকের খেলা

এমবাপ্পের জোড়া গোলে লা লিগায় রিয়ালের সহজ জয়

১০

ইবনে সিনায় চাকরির সুযোগ

১১

সোমবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১২

জেনে নিন আজকের নামাজের সময়সূচি

১৩

এলোপাতাড়ি কুপিয়ে স্ত্রীকে হত্যা

১৪

ক্যাশমেমো নেই, খুচরা বাজারে দ্বিগুণ দাম কাঁচামালে

১৫

রামপুরায় ভবনের ৬ তলা থেকে পড়ে রডমিস্ত্রির মৃত্যু

১৬

কুড়িয়ে পাওয়া ২ লাখ ৮০ হাজার টাকা ফেরত দিলেন ভ্যানচালক

১৭

বুড়িগঙ্গা থেকে লাশ উদ্ধার / ৪ জনকেই হত্যা করা হয়েছে, ধারণা পুলিশের

১৮

ওসির বদলির খবরে মোহাম্মদপুর থানার সামনে মিষ্টি বিতরণ স্থানীয়দের

১৯

বিএনপি নেতা আব্দুস সালামের চিকিৎসার খোঁজ নিলেন ডা. কাঁকন 

২০
X