

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গাজীপুর মেট্রোপলিটন পুলিশে (জিএমপি) বড় রদবদল করা হয়েছে। জিএমপির পুলিশ কমিশনারের কার্যালয় থেকে ৪ ডিসেম্বর জারি করা এক প্রজ্ঞাপনে মোট ১০ কর্মকর্তাকে বদলি করা হয়।
আদেশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত যারা বদলি হয়েছেন, তাদের অবিলম্বে নতুন কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশ দেওয়া হলো।
জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী—সদর থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করা মো. মেহেদী হাসানকে টঙ্গী পূর্ব থানায়, টঙ্গী পশ্চিম থানার ওসি মো. হারুন-অর-রশিদকে বাসন থানায় এবং কাশিমপুর থানা থেকে মোহাম্মদ মনিরুজ্জামানকে গাছা থানায় বদলি করা হয়েছে। একই আদেশে পুবাইল থানার ওসি মো. খালিদ হাসানকে কাশিমপুর থানায়, টঙ্গী পশ্চিম থানার ওসি মো. শাহীন খানকে এবং অত্র এলাকার বিভিন্ন থানায় কর্মরত কর্মকর্তাদেরও একাধিক গুরুত্বপূর্ণ স্থানে রদবদল করা হয়।
এ ছাড়া টঙ্গী-পূর্ব থানার ইনস্পেক্টর (তদন্ত) হিসেবে দায়িত্বে থাকা মো. আতিকুর রহমানকে পুবাইল থানায়, ডিবি (উত্তর)-এর কর্মকর্তা মোহাম্মদ জালাল উদ্দীন মাহমুদকে কোনাবাড়ী থানায় এবং কোনাবাড়ী থানার মো. সালাহউদ্দিনকে ডিবি দক্ষিণে বদলি করা হয়েছে। টঙ্গী-পূর্ব থানায় নতুন ওসি হিসেবে দায়িত্ব পাচ্ছেন মেহেদী হাসান ও ডিবি উত্তরের নতুন ওসি মো. ওহিদুজ্জামান।
নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে এই রদবদলকে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, বদলিকৃত কর্মকর্তাদের বিদ্যমান দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে দ্রুততম সময়ে নতুন পদে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
মন্তব্য করুন