

চট্টগ্রামের লোহাগাড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লেগে রিদুয়ানুল হক (১৮) নামে এক তরুণ নিহত হয়েছেন।
শুক্রবার (৫ ডিসেম্বর) রাত পৌনে ৯টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত রিদুয়ানুল হক উপজেলার পুটিবিলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নালারকুল এলাকার আজিজুল হকের ছেলে। পেশায় তিনি নির্মাণশ্রমিক ছিলেন। স্থানীয় ইউপি সদস্য আব্দু রশিদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল ৪টার দিকে রিদুয়ানুল হক তার বন্ধু মুকিতকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে দরবেশহাট ডিসি সড়ক হয়ে বটতলী স্টেশনের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে আবদুল খালেক শাহ ঘাটা সংলগ্ন ব্রিজের দক্ষিণ পাশে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছে ধাক্কা লাগে। এতে দুজনই গুরুতর আহত হন।
পরবর্তী সময়ে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় রিদুয়ানুল হককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আহত মুকিত বর্তমানে উপজেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এদিকে কিছুদিন আগে মোটরসাইকেলে তোলা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে রিদুয়ানুল হক ক্যাপশনে লিখেছিলেন—‘গন্তব্যহীন এই যাত্রায় নীরবতাই একমাত্র সঙ্গী।’ জীবনযাত্রাকে নীরবতার সঙ্গে তুলনা করে তার সেই ক্যাপশনটি এখন অকালমৃত্যুর খবরে পরিচিতজনদের মনে আরও গভীর বেদনা ছড়িয়ে দিয়েছে।
লোহাগাড়া থানার এসআই জাহেদ হোসেন বলেন, দুর্ঘটনার ব্যাপারে পুলিশকে কেউ অবহিত করেনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন