

দশম গ্রেডে উন্নীতকরণসহ পাঁচ দফা দাবিতে রাজশাহীতেও স্মারকলিপি প্রদান ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ইউনিয়ন পরিষদে কর্মরত প্রশাসনিক কর্মকর্তারা। বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতির ব্যানারে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিভাগের আট জেলার প্রতিনিধিরা এতে অংশ নেন।
সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার এবং স্থানীয় সরকার, উন্নয়ন ও আইসিটির পরিচালক মো. রেজাউল আলম সরকার বরাবর এ স্মারকলিপি প্রদান করেন।
পরে তারা বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন।
ইউপি প্রশাসনিক কর্মকর্তারা জানান, ইউনিয়ন পরিষদের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব তারা পালন করলেও দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হচ্ছেন। স্থানীয় সরকার কাঠামোর মূল ভিত্তি হিসেবে ইউনিয়ন পরিষদ ১৮৭০ সাল থেকে গ্রামীণ জনগোষ্ঠীর সেবা দিয়ে আসছে। এই কাঠামোর প্রায় সব ধরনের উন্নয়ন ও সেবামূলক কার্যক্রম বাস্তবায়নে ইউপি প্রশাসনিক কর্মকর্তারা মুখ্য ভূমিকা রাখলেও, বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে তাদের পদ-মর্যাদা ও সুবিধা এখনো সমন্বয় করা হয়নি।
তাদের দাবিগুলো হলো— ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তাগণকে ১০ম গ্রেডে উন্নীত করা; সময়োপযোগী নিয়োগ বিধিমালা প্রণয়ন করে পদোন্নতির ব্যবস্থা করা; মন্ত্রণালয় থেকে শতভাগ বেতন-ভাতা প্রদান; অবসরকালীন শতভাগ আনুতোষিক বা পারিবারিক পেনশন প্রদান ও স্থানীয় সরকার অধিদপ্তর গঠন।
এ সময় সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মোমিন, প্রেসিডিয়াম সদস্য মিজানুর রহমান, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নাফিসুর রহমান, জয়পুরহাট জেলা সভাপতি বজলুর রহমান, বগুড়া জেলা সভাপতি শহিদুল ইসলাম শিমুল, সিরাজগঞ্জ জেলা সভাপতি ফজলুর রহমান, নাটোর জেলা সভাপতি দুলাল প্রামাণিক, রাজশাহী জেলা সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর, সাবেক সাধারণ সম্পাদক হাসানুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন