চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫, ০৪:২৪ পিএম
অনলাইন সংস্করণ

কাজ শেষ না হতেই ৯ কোটি টাকার সড়কে ফাটল

রাস্তায় ফাটল। ছবি : কালবেলা
রাস্তায় ফাটল। ছবি : কালবেলা

কুমিল্লার চান্দিনা উপজেলার কুটুম্বপুর-কালিয়ারচর আঞ্চলিক সড়ক সংস্কার কাজ শেষ না হতেই কার্পেটিং ফেটে গেছে। প্রায় সোয়া ৬ কিলোমিটার সড়ক সংস্কারে ব্যয় ধরা হয়েছে প্রায় পৌনে ৯ কোটি টাকা। অথচ কাজের মান নিয়ে শুরু থেকেই নানা প্রশ্ন উঠছে।

জানা যায়, কুটুম্বপুর বাস স্টেশন থেকে কেশেরা গরু বাজার ব্রিজ পর্যন্ত সড়কটি দীর্ঘদিন চলাচলের অনুপযোগী থাকায় এলজিইডির তত্ত্বাবধানে সংস্কার কাজ শুরু করে ওমর ট্রেডার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। চলতি বছরের জুলাইয়ে কাজ শুরুর পর লোয়ার লেভেল ও ম্যাকাডাম নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ ওঠে। তখন সংবাদ প্রকাশের পর কিছু অংশ অপসারণ করা হলেও স্থানীয়দের মতে মানসম্মত কাজ নিশ্চিত হয়নি।

সরেজমিনে দেখা যায়, সড়কের প্রায় ৫ কিলোমিটার অংশে কার্পেটিং সম্পন্ন হলেও মুরাদপুর বাজার, দক্ষিণপাড়া, কাদের প্রধানের বাড়ি সংলগ্ন এলাকা ও পোনসাই মোড়সহ একাধিক স্থানে ২ থেকে ৪ ইঞ্চি চওড়া ফাটল সৃষ্টি হয়েছে। কিছু এলাকায় সোল্ডার নির্মাণ না করে বস্তা দিয়ে চাপা দেওয়ায় বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি।

স্থানীয়দের অভিযোগ, ফাটলের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর রাতের আঁধারে তড়িঘড়ি করে জোড়াতালি সংস্কার চালানো হয়।

এই সড়কে নিয়মিত চলাচলকারী অটোচালক হযরত আলী বলেন, গত দুই–তিন বছর ধরে এই সড়কে চলাচল করতে গিয়ে আমাদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়েছে। কালিয়ারচর থেকে কুটুম্বপুর যেতে ২০ মিনিটের পথ পাড়ি দিতে এক ঘণ্টা লেগে যেত, গাড়ির যন্ত্রাংশও নষ্ট হতো। এখন নতুন করে রাস্তার কাজ শেষ না হতেই যদি ফেটে যায়, তাহলে এই দুর্ভোগ আবার ফিরে আসবে। আমরা এমন কাজ মেনে নিতে পারি না।

এ বিষয়ে মেসার্স ওমর ট্রেডার্সের স্বত্বাধিকারী জালাল উদ্দিন কালা উত্তেজিত হয়ে বলেন, কার্পেটিংয়ের পর গাড়ি ওঠার কারণেই কিছু জায়গায় ফাটল হয়েছে, সেগুলো রাতেই মেরামত করা হয়েছে। এসব নিয়ে রিপোর্ট করায় তার বড় ক্ষতি হয়েছে বলেও তিনি দাবি করেন।

অন্যদিকে উপজেলা প্রকৌশলী মুহাম্মদ রাকিবুল ইসলাম জানান, সড়কের কয়েকটি স্থানে ফাটল পাওয়া গেছে এবং সংশ্লিষ্ট ঠিকাদারকে সেগুলো যথাযথভাবে মেরামতের নির্দেশ দেওয়া হয়েছে।

এলাকাবাসীর দাবি, জোড়াতালি নয়—সড়কের কাজের মান যাচাই করে প্রয়োজন হলে পুনরায় টেকসই সংস্কার নিশ্চিত করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

চাকরি দিচ্ছে আবুল খায়ের গ্রুপ, লাগবে না অভিজ্ঞতা 

৫০তম বিসিএসের প্রিলি আজ

বন্দি বিনিময়ের শেষ ধাপে ১৫ ফিলিস্তিনির মরদেহ হস্তান্তর করল ইসরায়েল

টিভিতে আজকের যত খেলা

আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া

আজ টানা ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আজ যেসব এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না

৩০ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১০

সম্প্রীতির চট্টগ্রাম গড়তে রাজনীতি করছি : সাঈদ আল নোমান

১১

শুধু বগুড়া নয়, পুরো দেশের কথা চিন্তা করতে হবে : তারেক রহমান

১২

ক্ষমতা নয়, দায়িত্ব চাই : ডা. ফজলুল হক

১৩

বঙ্গবন্ধু ল’ কলেজের নাম পরিবর্তন

১৪

কওমি মাদ্রাসা আমাদের হৃদয়, আমাদের কলিজা : জামায়াত আমির

১৫

কুমিল্লায় বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন ‘বিদ্রোহী’ প্রার্থী

১৬

রোহিতের রেকর্ড ভেঙে স্টার্লিংয়ের ইতিহাস

১৭

শনিবার শুরু হচ্ছে চতুর্দশ যাকাত ফেয়ার / ‘বৈষম্যহীন, দারিদ্র্যমুক্ত সমাজ বিনির্মাণে যাকাত গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে’

১৮

জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশকে আগামী সংসদের প্রথম অধিবেশনে পাশের আহ্বান

১৯

কারাবন্দি যুদ্ধাপরাধীর মৃত্যু

২০
X