ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫, ০৭:২১ পিএম
অনলাইন সংস্করণ

কারখানার শ্রমিককে পিটিয়ে হত্যায় গ্রেপ্তার ১০

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

ময়মনসিংহের ভালুকায় ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগ এনে পোশাক কারখানার এক শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনায় পৃথক অভিযানে ১০ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব ও পুলিশ।

শনিবার (২০ ডিসেম্বর) দশজনকে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়।

এর আগে সিসিটিভি ফুটেজ ও ভিডিও পর্যালোচনা করে গতকাল শুক্রবার রাতে দশজনকে গ্রেপ্তার করা হয়।

ভালুকার জামিরদিয়া ডুবালিয়াপাড়া এলাকার পাইওনিয়ার নিটওয়্যারস (বিডি) লিমিটেডের কারখানার শ্রমিক ছিলেন নিহত দিপু চন্দ্র দাস (২৭)। তিনি তারাকান্দা উপজেলার বানিহালা ইউনিয়নের মোকামিয়াকান্দা গ্রামের রবি চন্দ্র দাসের ছেলে।

গ্রেপ্তার আসামিরা হলেন— ভালুকার বাসিন্দা মো. আজমল হাসান সগীর (২৬), মো. শাহিন মিয়া (১৯), মো. মানিক মিয়া (২০), ব্রহ্মণবাড়িয়ার মো. নাজমুল (২১), কুড়িগ্রামের মো. লিমন সরকার (১৯), গাইবান্ধার মো. তারেক হোসেন (১৯), এরশাদ আলী (৩৯), সুনামগঞ্জের নিজুম উদ্দিন (২০), মাদারীপুরের আলমগীর হোসেন (৩৮) ও ঝালকাঠির মো. মিরাজ হোসেন আকন (৪৬)।

পুলিশ জানায়, হজরত মোহাম্মদকে (সা.) নিয়ে কটূক্তির অভিযোগ এনে গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে ভালুকা থানাধীন ১০নং হবিরবাড়ী ইউনিয়নের ডুবালিয়াপাড়া এলাকায় অবস্থিত পাইওনিয়ার্স নীটওয়্যারস (বিডি) লিমিটেড ফ্যাক্টরির শ্রমিক ও উত্তেজিত জনতার গণপিটুনির শিকার হয়ে নিহত হন।

উত্তেজিত শ্রমিক-জনতা লাশ মহাসড়কে নিয়ে গিয়ে অবরোধ করে এবং লাশে অগ্নি-সংযোগ করে। ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উত্তেজিত জনতাকে নিবৃত্ত করেন এবং সেখান থেকে লাশ উদ্ধার করে মহাসড়কের যান চলাচল স্বাভাবিক করেন।

পুলিশ আরও জানায়, এ ঘটনায় ভালুকা থানায় একটি হত্যা মামলা হয়। নিহতের ছোট ভাই অপু চন্দ্র দাস বাদী হয়ে অজ্ঞাত পরিচয় ১৪০-১৫০ জনকে আসামি করে মামলাটি করে। মামলার তদন্তকালে সিসিটিভি ফুটেজ, ধারণকৃত ভিডিও ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ময়মনসিংহ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও ভালুকা থানা পুলিশের অভিযানে ভালুকার হবিরবাড়ী এলাকা শুক্রবার রাতে তিনজনকে গ্রেপ্তার করে।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল্লাহ আল মামুন জানান, গ্রেপ্তারকৃত আসামিরা ঘটনাস্থলে উপস্থিত থেকে স্লোগানের মাধ্যমে উৎসুক জনতাকে উস্কানি দিয়ে মব ভায়োলেন্স সৃষ্টি করে হত্যাকাণ্ড সংঘটিত করে এবং লাশ ঝুলিয়ে আগুন দেওয়ার বিষয়ে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। আজ দুপুরে তিনজনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়।

এদিকে র‌্যাব-১৪ সেই শ্রমিককে হত্যায় ৭ জনকে গ্রেপ্তার করেছে।

শনিবার দুপুর ১টায় র‌্যাব-১৪ ময়মনসিংহের অধিনায়কের কার্যালয়ে সংবাদ সম্মেলনে অধিনায়ক নয়মুল হাসান বলেন, দিপু চন্দ্র দাসকে চাকরি থেকে অব্যাহতি নিতে বাধ্য করে জনতার হাতে হস্তান্তর করে কারখানার লোকজন। হজরত মোহাম্মদকে (সা.) নিয়ে কটূক্তি করেছেন এবং এ কারণে তাকে হত্যা করা হয়েছে— এ দুটি খবরই ফেসবুকের মাধ্যমে জানতে পারি।

তিনি আরও বলেন, কিন্তু ধর্মীয় অবমাননার বিষয়টি খুবই অস্পষ্ট। কাকে কী বলেছে এটি খোঁজার চেষ্টা করলেও এটি কেউ বলতে পারেনি। আমরা জানতে পেরেছি, কাজ করার সময় ফ্লোরেই বাগবিতণ্ডা শুরু হয় এবং তাকে কোনোভাবেই আর কারখানার ভেতরে রাখা যাচ্ছিল না। ভিডিও ফুটেজ দেখে আমরা আসামিদের ধরেছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ ডিসেম্বর বিশ্ব মেডিটেশন দিবস, মন ভালো তো সব ভালো

বিইউবিটিতে জাঁকজমকপূর্ণভাবে সম্পন্ন হলো ‘আইসিপিসি এশিয়া ঢাকা রিজিওনাল কনটেস্ট ২০২৫’

মায়ের চেয়ে শিশু ফর্সা হওয়ায় ঘিরে ধরল উত্তেজিত জনতা

একদিনেই তাপমাত্রা কমতে পারে ৩ ডিগ্রি পর্যন্ত

জেলা আ.লীগের সাধারণ সম্পাদক মিতা গ্রেপ্তার

গাজায় সেনা পাঠালে যে সমস্যায় পড়বে পাকিস্তান

চিরকুট লিখে জামায়াত কর্মীকে হত্যার হুমকি

গণমাধ্যম ও সাংবাদিকের ওপর হামলায় বসুন্ধরা গ্রুপের নিন্দা 

রেলে কোন রুটে কত বাড়ল টিকিটের দাম?

ঘোষিত তপশিলে যে ৩ পরিবর্তন আনল ইসি

১০

এবার ছয় রুটে বাড়ল ট্রেনের ভাড়া

১১

তিন বাহিনীর প্রধানরা ইসিতে যাচ্ছেন রোববার

১২

বকেয়া বেতনের দাবিতে ককপিটে পাইলটের কাণ্ড

১৩

২ হলের নাম পরিবর্তনের দাবিতে ডাকসুর ঘেরাও কর্মসূচি

১৪

রিমান্ড শেষে কারাগারে আনিস আলমগীর

১৫

হাদিকে নিয়ে হৃদয়, ‘বিদায়বেলায় এত ভালোবাসা সবার কপালে থাকে না’

১৬

ভারতীয় দূতাবাসে ঘৃণা প্রদর্শনে একাই হেঁটে যাবেন রাশেদ প্রধান

১৭

গরম ভাত-তরকারিতে লেবু দিয়ে উপকার কমাচ্ছেন নাতো

১৮

রোজা শুরুর সম্ভাব্য সময় নিয়ে যা জানালেন জ্যোতির্বিদরা

১৯

কারখানার শ্রমিককে পিটিয়ে হত্যায় গ্রেপ্তার ১০

২০
X