বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫, ০৬:৫২ পিএম
অনলাইন সংস্করণ

বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীকে ‘ধর্ষণ’, ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে মামলা

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বিয়ের প্রলোভন দেখিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেত্রীকে ধর্ষণ এবং গোপনে ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের অভিযোগ উঠেছে বরিশালের নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কর্মী ও বরিশাল বিভাগীয় ধর্ষণ প্রতিরোধ মঞ্চের নেতার বিরুদ্ধে। এমনকি এসব ঘটনার প্রতিবাদ করায় ওই নেত্রীকে প্রকাশ্যে হত্যা চেষ্টারও অভিযোগ উঠেছে।

এ ঘটনায় অভিযুক্ত ওই নেতার বিরুদ্ধে ধর্ষণ এবং হত্যা চেষ্টার অভিযোগে মামলা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওই নেত্রী।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে মামলাটি এফআইআর হয়েছে বলে জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটনের কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন উল ইসলাম।

এজাহারের বরাতে ওসি জানান, বৈসম্যবিরোধী আন্দোলনের ওই নেত্রীর সঙ্গে বৈষম্যবিরোধী আন্দোলনের সূত্র ধরে ওই নেতার (২৪) পরিচয় হয়। সেই পরিচয় গড়ায় প্রেমের সম্পর্কে।

মামলায় অভিযোগ করা হয়, বিয়ের প্রলোভন দেখিয়ে ওই নেতা বিভিন্ন সময়, বিভিন্ন স্থানে ওই নেত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। সর্বশেষ গত ১১ অক্টোবর সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত নগরীর সদর রোডের আবাসিক হোটেল হক ইন্টারন্যাশনালের ৪০৪ নম্বর রুমে নিয়ে ধর্ষণ করেন। এ ঘটনা মোবাইলে ধারণ করেন তিনি।

পরবর্তীতে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে বাদীকে বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে নিয়ে একাধিকবার ধর্ষণ করা হয়। একাধিকবার বিয়ের কথা বললেও অভিযুক্ত নেতা আজ না কাল বলে সময় ক্ষেপণ করে।

সর্বশেষ গত ১৭ ডিসেম্বর দুপুর ১২টার দিকে নগরীর নবগ্রাম রোড এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীকে বিয়ে করবে না বলে স্পষ্টভাবে জানিয়ে দেন অভিযুক্ত নেতা। তরুণী এর প্রতিবাদ করায় হেলমেট দিয়ে তার মাথায় আঘাতের চেষ্টা করেন তিনি। মাথা সরিয়ে নিলে তা গিয়ে নেত্রীর ঠোঁটে লাগে। এতে ঠোঁট ফেটে গিয়ে রক্তাক্ত জখম হয়।

এর আগে নিজের ফেসবুক আইডি থেকে লাইভে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওই নেত্রী অভিযুক্তের বিরুদ্ধে একই অভিযোগ করেন। এমনকি এ ঘটনার সুষ্ঠু সমাধান না হলে নিজেকে শেষ করে ফেলার হুমকিও দেন ওই নেত্রী।

অভিযোগ প্রসঙ্গে বক্তব্য জানতে অভিযুক্ত নেতাকে একাধিকবার কল করলেও তার মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়।

তবে বরিশাল কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন উল ইসলাম বলেন, ভুক্তভোগী তরুণীর লিখিত অভিযোগ এজাহার হিসেবে গ্রহণ করা হয়েছে। মামলায় একমাত্র ওই নেতাকেই অভিযুক্ত করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

জানা গেছে, অভিযুক্ত ওই নেতা নিষিদ্ধ ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী ছিলেন। পতিত আওয়ামী লীগের আমলে ধারালো অস্ত্র হাতে তার কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। সরকার পতনের পর বৈষম্যবিরোধী আন্দোলনের সংগঠক বনে যান তিনি। এমনকি বরিশালে স্বাস্থ্য খাত সংস্কার আন্দোলনেও ছিলেন তিনি। ওই সময় অস্ত্র হাতে ছবি ভাইরাল হওয়ার পর পুলিশের হাতে গ্রেপ্তার হন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ ডিসেম্বর বিশ্ব মেডিটেশন দিবস, মন ভালো তো সব ভালো

বিইউবিটিতে জাঁকজমকপূর্ণভাবে সম্পন্ন হলো ‘আইসিপিসি এশিয়া ঢাকা রিজিওনাল কনটেস্ট ২০২৫’

মায়ের চেয়ে শিশু ফর্সা হওয়ায় ঘিরে ধরল উত্তেজিত জনতা

একদিনেই তাপমাত্রা কমতে পারে ৩ ডিগ্রি পর্যন্ত

জেলা আ.লীগের সাধারণ সম্পাদক মিতা গ্রেপ্তার

গাজায় সেনা পাঠালে যে সমস্যায় পড়বে পাকিস্তান

চিরকুট লিখে জামায়াত কর্মীকে হত্যার হুমকি

গণমাধ্যম ও সাংবাদিকের ওপর হামলায় বসুন্ধরা গ্রুপের নিন্দা 

রেলে কোন রুটে কত বাড়ল টিকিটের দাম?

ঘোষিত তপশিলে যে ৩ পরিবর্তন আনল ইসি

১০

এবার ছয় রুটে বাড়ল ট্রেনের ভাড়া

১১

তিন বাহিনীর প্রধানরা ইসিতে যাচ্ছেন রোববার

১২

বকেয়া বেতনের দাবিতে ককপিটে পাইলটের কাণ্ড

১৩

২ হলের নাম পরিবর্তনের দাবিতে ডাকসুর ঘেরাও কর্মসূচি

১৪

রিমান্ড শেষে কারাগারে আনিস আলমগীর

১৫

হাদিকে নিয়ে হৃদয়, ‘বিদায়বেলায় এত ভালোবাসা সবার কপালে থাকে না’

১৬

ভারতীয় দূতাবাসে ঘৃণা প্রদর্শনে একাই হেঁটে যাবেন রাশেদ প্রধান

১৭

গরম ভাত-তরকারিতে লেবু দিয়ে উপকার কমাচ্ছেন নাতো

১৮

রোজা শুরুর সম্ভাব্য সময় নিয়ে যা জানালেন জ্যোতির্বিদরা

১৯

কারখানার শ্রমিককে পিটিয়ে হত্যায় গ্রেপ্তার ১০

২০
X