

চট্টগ্রামে এক বিমান যাত্রীর ব্যাগেজ থেকে বিপুল সিগারেট জব্দের তথ্য জানিয়েছেন বিমানবন্দর কর্তৃপক্ষ। সংশ্লিষ্টরা জানান, জব্দ করা সিগারেটের বাজার মূল্য আনুমানিক ২৯ লাখ ৮০ হাজার টাকা।
কাস্টমস ইন্টেলিজেন্স বিমানবন্দর কাস্টমস শাখা ও এনএসআই চট্টগ্রামের যৌথ অভিযানে এসব সিগারেট উদ্ধার করে।
কাস্টমস সূত্র জানায়, বুধবার (৩১ ডিসেম্বর) রাতে দুবাই থেকে আসা একটি ফ্লাইটে চট্টগ্রামে পৌঁছান মিনহাজুল করিম সজীব নামে এক যাত্রী। ফটিকছড়ি উপজেলার বাসিন্দা ওই যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ২০০ কার্টুন বিদেশি সিগারেট উদ্ধার করা হয়।
একই সময়ে আন্তর্জাতিক আগমনী হলের ব্যাগেজ বেল্টের ওপর মিনহাজুল ইসলামের পরিত্যক্ত ব্যাগেজ থেকে ৩৫০ কার্টন এবং পরিত্যক্ত অবস্থায় জব্দ করা হয় ৬৯০ কার্টন।
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল জানান, যাত্রীর কাছ থেকে উদ্ধার করা সিগারেটের চালান ডিপার্টমেন্টাল মেমোরেন্ডা (ডিএম) মূল্যে জব্দ করে চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রাখা হয়েছে। একইভাবে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার সিগারেটের চালানও কাস্টমসের জিম্মায় রাখা হয়েছে। এ ঘটনায় আটক যাত্রীকে বিমানবন্দর কাস্টমস শাখা মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।
মন্তব্য করুন