

আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন দেশের গণতান্ত্রিক রাজনীতির উত্তরণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ কবীর আহমেদ ভূঁইয়া।
শনিবার (৩ জানুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা–আখাউড়া) আসনে তার মনোনয়নপত্র যাচাই–বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বৈধ ঘোষণা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।
কবীর ভূঁইয়া বলেন, এই জাতীয় নির্বাচন দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তার দেশপ্রেম, গণতান্ত্রিক রাজনীতি ও জাতীয়তাবাদী আদর্শ আমাদের রাজনীতির মূল প্রেরণা। এই শোককে শক্তিতে রূপান্তরিত করে আমরা সামনে এগিয়ে যেতে চাই।
তিনি বলেন, কসবা-আখাউড়া এলাকার মানুষের সার্বিক উন্নয়ন, একটি সুস্থ ও সহনশীল রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করা এবং বেকারত্ব দূর করাই আমার প্রধান লক্ষ্য। জনগণের আস্থা ও ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি।
মনোনয়নপত্র বৈধ ঘোষণার খবর জানাজানি হলে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস দেখা যায়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল উদ্দীন সরকার তুহিন, কসবা উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট ফখর উদ্দীন আহমেদ খান, আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আবদু, কসবা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক স্বপন, আখাউড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ডা. খোরশেদ আলম, কসবা পৌর বিএনপির সভাপতি শরীফুল ইসলাম ভূইয়া, আখাউড়া পৌর বিএনপির সভাপতি মো. সেলিম ভূইয়া, জেলা মহিলা দলের সভানেত্রী অ্যাডভোকেট ইসমত আরা সুলতানা, কসবা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দীন, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোখলেসুর রহমান, কসবা উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সাইফুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মন্তব্য করুন