

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় অটোরিকশা থেকে জিবি (চাঁদা) না দেওয়াকে কেন্দ্র করে মনির হোসেন নামের এক অটোচালককে মেরে নাক ফাটানোর অভিযোগ উঠেছে। শনিবার (৩ জানুয়ারি) বিকেলে পৌরসভার কদমতলী মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী মনির হোসেন বলেন, শনিবার বিকেলে একজন অসুস্থ রোগী নিয়ে হাসপাতালে যাওয়ার পথে কসবা পৌরসভার কদমতলী মোড় এলাকায় পৌঁছালে স্থানীয় এক যুবক অটোরিকশা থামিয়ে জিবি দাবি করে। এ সময় আমি রোগী নিয়ে জরুরি কাজে যাচ্ছি জানিয়ে জিবি দিতে অপারগতা প্রকাশ করি।
এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত যুবক আমাকে গালাগাল শুরু করেন এবং একপর্যায়ে ঘুষি মারেন। এতে আমার নাক ফেটে যায় এবং রক্তাক্ত অবস্থায় সড়কে পড়ে যাই।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার পর অভিযুক্ত যুবক দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
স্থানীয়রা জানান, রোগী পরিবহনের সময় একজন অটোচালকের ওপর এ ধরনের হামলা অমানবিক ও নিন্দনীয়। দোষীর বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।
কসবা থানার ওসি নাজনীন সুলতানা বলেন, বিষয়টি জানা পেরেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন