

বৈষম্যবিরোধী আন্দোলনে লুট হওয়া পুলিশের অস্ত্র ও গুলিসহ মা ও ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ২টি পিস্তল, ৪টি মকজিন, ৩০ রাউন্ড গুলি ও পুলিশের ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন শাহরাস্তি মডেল থানা অফিসার ইনচার্জ মীর মাহবুব হোসেন।
পুলিশ জানায়, শুক্রবার (২ জানুয়ারি) রাত সাড়ে ৮ টায় এসআই আল আমিন, আরিফ হোসেন, সাদ্দাম, সঙ্গীয় ফোর্স জিহাদ, কাজী শরিফ, ওসমান উপজেলার পশ্চিম উপলতা জমির উদ্দিন বেপারি বাড়ির আলমগীরের ঘরে অভিযান চালিয়ে অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়।
এ সময় আলমগীরের স্ত্রী লাভলি বেগম (৪১) তার ছেলে ফয়সাল হোসেন শাকিলকে(২১) আটক করে।
স্থানীয় বাসিন্দা মো. ফিরোজ হোসেন জানান, গত ২-৩ দিন পূর্বে পার্শ্ববর্তী বাড়ির রাশেদের ঘর থেকে মোবাইল চুরি যায়। শাকিল মোবাইল চুরির ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পাড়ার যুবসমাজ তার বাড়িতে গিয়ে তার মাকে জিজ্ঞাসা করে। তার মা লাভলী বেগম পাড়ার যুবকদের তার ঘর তল্লাশি করার অনুমতি দেয়। যুবকরা ঘর তল্লাশি করতে গিয়ে অস্ত্রের সন্দান পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে দুইটি পিস্তল, ৪টি ম্যাগজিন, ৩০ রাউন্ড গুলি ও পুলিশের ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করাসহ দুই জনকে আটক করে থানায় নিয়ে যায়।
সহকারী পুলিশ সুপার মো. আবদুল হাই (কচুয়া সার্কেল) বলেন, ঢাকা খিলগাঁও থানায় আন্দোলনের সময় লুট হওয়া অস্ত্র হতে পারে।
এদিকে, অতিরিক্ত পুলিশ সুপার লুতফর রহমান (ক্রাইম এন অপস) কালবেলাকে জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় পুলিশের যেসব অস্ত্র হারানো গেছে সেই অস্ত্র রয়েছে বলে গোপন সংবাদ দেওয়া হলে শাহরাস্তি থানা পুলিশ শাহরাস্তি পৌরসভার পশ্চিম উপলতা জমির উদ্দিন বেপারি বাড়ির আলমগীরের ঘরে অভিযান পরিচালনা করে ১টি নাইন এমএম ও ১ টি সেভেন পয়েন্ট সিক্সটি পিস্তল, ৪টি মেগাজিন, ৩০ রাউন্ড গুলি ও পুলিশের ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করে এবং দুই জনকে আটক করেছি। এই বিষয়ে তদন্ত করে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন