

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন চাঁদপুর-২ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী ইসরাত জাহান বিন্দু।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে ইসরাত জাহান বিন্দু নিজের ফেসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
জানা যায়, ইসরাত জাহান বিন্দু জাতীয় যুব শক্তির এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব। এনসিপির মনোনীত প্রার্থী বিন্দু ২৮ ডিসেম্বর নেতাকর্মী ও জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেন। চাঁদপুর-২ আসন থেকে এনসিপির মনোনয়ন পেয়েছিলেন তিনি। মনোনয়ন পাওয়ার পর এলাকায় বেশকিছু দিন ধরে প্রচার চালিয়েছিলেন তিনি।
ফেসবুক পোস্টে ইসরাত জাহান বিন্দু লেখেন, ‘দেশ ও মানুষের প্রতি দায়িত্ববোধ থেকেই আমার আজকের এ বক্তব্য। এনসিপি যে ১২৫টি আসনে প্রাথমিকভাবে মনোনয়ন দিয়েছিল, তার মধ্যে চাঁদপুর ২৬১নং আসনে ‘শাপলা-কলি’ প্রতীক নিয়ে আমাকে মনোনীত করা হয়েছিল। ২৮ ডিসেম্বর বিকেলে আমি আমার নিজ আসন চাঁদপুর–২ এর মনোনয়নপত্র সংগ্রহ করেছিলাম। আমার পাশে ছিলেন জুলাইয়ের পথচলার আপন মানুষরা, আহত ও শহীদ পরিবারের সম্মানিত সদস্যরা এবং মতলব উত্তর ও মতলব দক্ষিণের জাতীয় নাগরিক পার্টির নিবেদিত নেতারা। তাদের উপস্থিতি আমার প্রতি মানুষের আস্থা ও ভালোবাসার প্রতিফলন।’
সবার প্রতি সম্মান রেখে বিন্দু জানান, ‘আমি এবার নির্বাচনে অংশগ্রহণ করছি না। তবে আমার দৃঢ় বিশ্বাস, এই দেশের সংসদে তরুণ প্রজন্মের জায়গা হবেই। আজ না হলে আগামীকাল। আমার বিশ্বাস হারায়নি বরং আরও শক্ত হয়েছে।’
অনুদান নিয়ে তিনি লেখেন, ‘আপনারা জানেন, কিছুদিন আগে আমি নির্বাচনী প্রস্তুতির জন্য ক্রাউড ফান্ডিং করেছিলাম। অনেকে নিজের সামর্থ্য অনুযায়ী সাহায্য করেছেন, আমাকে শক্তি দিয়েছেন, পথচলায় সাহস দিয়েছেন। আপনাদের প্রতিটি বার্তা, প্রতিটি উৎসাহ আমার কাছে বড় শক্তি ছিল। আপনাদের সেই ভালোবাসা ও আস্থার কাছে আমি ঋণী।’
তিনি আরও লেখেন, ‘যারা তাদের অনুদান ফেরত চান তাদের প্রতি আমার পূর্ণ সম্মান রয়েছে। সংখ্যা একজন হলেও এটা আমার দায় মানুষের অর্থ মানুষের হাতেই ফিরিয়ে দেওয়া। আমি ধাপে ধাপে, সবার অনুদান বিকাশের মাধ্যমে ফেরত দেব। আপনারা শুধু আমাকে একটু সময় দিন। সব প্রক্রিয়া আমি শিগ্গিরই স্পষ্টভাবে জানিয়ে দেব। যারা আমাকে সাহস দিয়েছেন এবং আশার কথা লিখেছেন- আজ আপনাদেরকে হতাশ করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।’
সবশেষে ইসরাত জাহান বিন্দু লেখেন, ‘আল্লাহর পরিকল্পনা সবসময় আমাদের পরিকল্পনার চেয়ে উত্তম। সম্মান, মর্যাদা, সিদ্ধান্ত সবই তার হাতে। হাসবুনাল্লহি ওয়ানি‘মাল ওয়াকিল।
এ প্রসঙ্গে ইসরাত জাহান বিন্দু কালবেলাকে বলেন, নির্বাচন থেকে সরে দাঁড়ালেও মতলবের মানুষের পাশে থাকবো সবসময়।
মন্তব্য করুন