কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬, ১০:৪০ পিএম
অনলাইন সংস্করণ

জামায়াত প্রার্থীর মনোনয়ন স্থগিতকে কেন্দ্র করে বিক্ষোভ-উত্তেজনা

কুড়িগ্রাম-৩ আসনের জামায়াত প্রার্থী মাহবুব আলম সালেহীর মনোনয়ন চূড়ান্তভাবে অবৈধ ঘোষণাকে কেন্দ্র করে জেলা প্রশাসক কার্যালয়ে বিক্ষোভরত জামায়াতের নেতাকর্মীরা। ছবি : কালবেলা
কুড়িগ্রাম-৩ আসনের জামায়াত প্রার্থী মাহবুব আলম সালেহীর মনোনয়ন চূড়ান্তভাবে অবৈধ ঘোষণাকে কেন্দ্র করে জেলা প্রশাসক কার্যালয়ে বিক্ষোভরত জামায়াতের নেতাকর্মীরা। ছবি : কালবেলা

‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই প্রক্রিয়ায় কুড়িগ্রাম-৩ আসনের জামায়াতের প্রার্থী মাহবুব আলম সালেহীর মনোনয়ন চূড়ান্তভাবে অবৈধ ঘোষণাকে কেন্দ্র করে জেলা প্রশাসক কার্যালয়ে বিক্ষোভ করেছে জামায়াতের নেতাকর্মীরা। উত্তেজনা নিয়ন্ত্রণে অতিরিক্ত সেনা, পুলিশ ও গোয়েন্দা পুলিশ এসে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কার্যালয় চত্ত্বরে থমথমে পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে।

রোববার (০৪ জানুয়ারি) দুপুরে জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা রিটার্নিং কর্মকর্তা অন্নপূর্ণা দেবনাথ জামায়াত নেতাদের অসাদাচরণের বিষয়টি স্বীকার করেন।

রিটার্নিং অফিসারের কার্যালয়ের নিয়ন্ত্রণ কক্ষ সূত্র জানায়, জামায়াত প্রার্থী মাহাবুব আলম সালেহীর দ্বৈত নাগরিক থাকায় তার মনোনয়ন বাতিল করা হয় ।

‎রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্র আরও জানায়, শুক্রবার (০২ জানুয়ারি) মনোনয়নপত্র বাছাইয়ের দ্বিতীয় কার্যদিবসে কুড়িগ্রাম-৩ আসনের মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই করা হয়।

এতে কুড়িগ্রাম-৩ আসনে মনোনয়নপত্র দাখিলকারী ৭ প্রার্থীর মধ্যে জামায়াতের প্রার্থী মাহবুব আলম সালেহীর মনোনয়নপত্র স্থগিত ও বিএনপির মনোনয়ন বঞ্চিত বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল খালেকের মনোনয়ন বাতিল করা হয়। তবে কুড়িগ্রাম-৩ আসনে বাকি প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে। কুড়িগ্রাম-৪ আসনে দাখিলকৃত সবার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

কুড়িগ্রাম-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাহবুব আলম সালেহী বলেন, ‘রোববার কাগজপত্র অধিকতর যাচাই-বাছাই করে সিদ্ধান্ত দেওয়ার কথা ছিল। তা না করে জেলা রিটার্নিং কর্মকর্তা বায়াস্ট হয়ে ইন্টেনশনালি ভুল ডিসিশন দিয়েছেন। এই ডিসির অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আমি উচ্চ আদালতে আইনি লড়াইয়ের মাধ্যমে আমার মনোনয়নপত্র বৈধ করব ইনশাল্লাহ।’

জেলা জামায়াতের আমির আজিজুর রহমান স্বপন বলেন, গত ২ জানুয়ারি মনোনয়ন বাছাইকালে আমাদের প্রার্থীর মনোনয়ন স্থগিত করার পর রিটার্নিং কর্মকর্তা আমাদের বৈধ কাগজপত্র জমা দিতে রোববার পর্যন্ত সময় দেন, সে অনুযায়ী আজ আমরা বৈধ কাগজপত্র নিয়ে এসেছিলাম। কিন্তু তিনি সেগুলো না দেখেই আমাদের প্রার্থীর মনোনয়ন অবৈধ ঘোষণা করেন যা আমাদের প্রতি ন্যায়বিচার করা হয়নি, আমরা এর বিরুদ্ধে আপিল করব।

এ বিষয়ে কুড়িগ্রাম রিটার্নিং কার্যালয়ের কর্মকর্তা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. আসাদুজ্জামান বলেন, জামায়াত প্রার্থীর দ্বৈত নাগরিকত্ব (ইংল্যান্ডের) নাগরিকত্ব থাকায় আইন অনুযায়ী তার প্রার্থিতা স্থগিত করা হয়েছিল। তবে রোববারের মধ্যে তিনি বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হয়েছে।

স্বতন্ত্র প্রার্থী আব্দুল খালেকের বিষয়ে তিনি বলেন, নির্বাচন কমিশনের আইন অনুযায়ী ১ শতাংশ ভোটারের স্বাক্ষর থাকতে হবে সে ক্ষেত্রে তিনি যে ভোটারের স্বাক্ষরযুক্ত পেপার্স জমা দিয়েছেন তার সত্যতা পাওয়া যায়নি। তাই আইন অনুযায়ী তার মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়েছে।

জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা রিটার্নিং কর্মকর্তা অন্নপূর্ণা দেবনাথ বলেন, জামায়াত প্রার্থীর দ্বৈত নাগরিকত্ব (ইংল্যান্ডের) থাকায় আইন অনুযায়ী তার প্রার্থিতা অবৈধ ঘোষণা করা হয়েছে। নির্বাচন বিধিমালার সিদ্ধান্তের বিরুদ্ধে প্রার্থীরা আপিল করার সুযোগ পাবেন আগামী ৫ থেকে ১১ জানুয়ারি পর্যন্ত। উচ্চ আদালতে আপিলের মাধ্যমে প্রার্থীরা বৈধতা পেলে সেক্ষেত্রে তাদের নির্বাচনী কার্যক্রমে বাধা দেওয়ার এখতিয়ার আমাদের নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় ৯ নেতাকে সুখবর দিল বিএনপি

সন্তানের পাপের কারণে মা-বাবার শাস্তি হবে কি না, যা বলছেন আলেমরা

পা দিয়ে জায়নামাজ সোজা করলে কি গোনাহ হয়?

আইপিএল সম্প্রচার বন্ধের সিদ্ধান্তে ইশরাকের সাধুবাদ

সুন্দরবনে উদ্ধার বাঘের অবস্থা আশংকাজনক

শীর্ষ সন্ত্রাসী রাসেল অস্ত্রসহ গ্রেপ্তার

কুয়েত থেকে ৪০ হাজার প্রবাসী বিতাড়িত

নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠা রিটার্নিং কর্মকর্তাদের অব্যাহতির দাবি

মাইলস্টোনে বিমান ট্র্যাডেজি / নিহত ও আহত পরিবার পাচ্ছে ১০ কোটি টাকার সরকারি অনুদান

শীতে ছিন্নমূল মানুষের পাশে ‘স্বপ্ন’

১০

কক্সবাজারে অস্ত্র তৈরির কারখানার সন্ধান

১১

১৪ জানুয়ারি থেকে কর্মবিরতিতে যাচ্ছে হোটেল-রেস্তোরাঁ কর্মীরা

১২

ইয়াবাকাণ্ডে ৮ পুলিশ বরখাস্ত

১৩

ইরানজুড়ে বিক্ষোভ নিয়ে কঠোর হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১৪

তারেক রহমানকে সমবেদনা জানালেন জোনায়েদ সাকি

১৫

পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তার বদলি

১৬

দেশের ও গণতন্ত্রের স্বার্থই ছিল খালেদা জিয়ার কাছে সর্বাগ্রে : মঈন খান

১৭

কেরানীগঞ্জে কারখানায় বিস্ফোরণ, নিহত ১

১৮

‘শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীই তারেক রহমানের দিকে তাকিয়ে আছে’

১৯

মাদুরোকে রক্ষায় দুই ডজনের বেশি সেনা হারাল এক দেশ

২০
X