কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬, ০৫:৫৮ পিএম
অনলাইন সংস্করণ
মাইলস্টোনে বিমান ট্র্যাডেজি

নিহত ও আহত পরিবার পাচ্ছে ১০ কোটি টাকার সরকারি অনুদান

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে মোট ১০ কোটি ২০ লাখ টাকা আর্থিক অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নিহতদের পরিবার ২০ লাখ টাকা এবং আহতদের পরিবার প্রতি ৫ লাখ টাকা করে এ সহায়তা দেওয়া হবে।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, এ-সংক্রান্ত একটি সারসংক্ষেপ অর্থ উপদেষ্টা এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। অনুমোদন মিললে শিগগিরই অর্থ ছাড়ের প্রক্রিয়া শুরু হবে।

গত ২১ জুলাই রাজধানীর দিয়াবাড়ি এলাকায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় স্কুলের ২৮ শিক্ষার্থী, তিনর শিক্ষক, একজন আয়া ও তিন অভিভাবকসহ মোট ৩৫ জন নিহত হন। এ ছাড়া ৬৪ জন আহত হন যাদের অনেককে দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে।

সূত্রমতে, দুর্ঘটনার পর আহত ও নিহতদের ক্ষতিপূরণ, অর্থ সহায়তা ও চিকিৎসা বিষয়ে গত ২ ডিসেম্বর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টার সভাপতিত্বে একটি উচ্চপর্যায়ের সভা হয়। সভায় নিহতদের পরিবারকে ২০ লাখ ও আহতদের পরিবারকে ৫ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, আহতদের জন্য ৩ কোটি ২০ লাখ টাকা এবং নিহতদের জন্য ৭ কোটি টাকা মোট ১০ কোটি ২০ লাখ টাকা প্রয়োজন নির্ধারণ করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র বলছে, মাইলস্টোন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান হওয়ায় সরকারি বাজেট থেকে সরাসরি বরাদ্দ দেওয়ার সুযোগ না থাকলেও বিশেষ বিবেচনায় অর্থ পুনঃউপযোজনের প্রস্তাব করা হয়। প্রস্তাব অনুযায়ী মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন ‘গবেষণা’ খাত থেকে ২ কোটি ২০ লাখ টাকা এবং সরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহের ‘সাধারণ থোক বরাদ্দ’ খাত থেকে ৮ কোটি টাকা নিয়ে ‘বিশেষ অনুদান’ কোডে অর্থ স্থানান্তর করা হবে। সেই টাকা থেকে নিহত ও আহদের এ অনুদোন দেওয়া হবে।

শর্ত অনুযায়ী, অর্থ ব্যয়ের ক্ষেত্রে সরকারের সব আর্থিক বিধি-বিধান অনুসরণ করতে হবে। যাচাই-বাছাই শেষে নিহত ও আহতদের পরিবারের নিজ নিজ ব্যাংক হিসাবে সরাসরি অর্থ প্রদান করা হবে। কোনো অর্থ অব্যয়িত থাকলে তা আগামী ৩০ জুনের মধ্যে সরকারি কোষাগারে জমা দিতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিস্টেম গ্রুপের পারিবারিক আয়োজনে তারা চারজন

হাদির টর্চলাইট

২০৩২ পর্যন্ত তরুণ কোচ রোজেনিয়রের ওপর আস্থা রাখল চেলসি

আফগানিস্তানে ভূমিকম্পে কাঁপল হিন্দু কুশ অঞ্চল

আদালতের ভেতরে কার ইশারায় সুবিধা পাচ্ছে ঋণখেলাপিরা?

কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য সুখবর দিলেন ইলন মাস্ক

বেগম খালেদা জিয়ার মৃত্যুর জন্য শেখ হাসিনা সরাসরি দায়ী : খোকন

শীতের দাপট কতদিন থাকবে জানাল আবহাওয়াবিদ

বিশ্ব রেকর্ড ভেঙে বানানো হলো ৬ কিলোমিটার রুটি

সিরাজগঞ্জে যাচ্ছেন তারেক রহমান

১০

আরও বাড়ল স্বর্ণের দাম

১১

চট্টগ্রাম ফরেন পোস্ট অফিসে অবৈধ ‘পাকিস্তানি গৌড়ি’ ক্রিম জব্দ

১২

ব্যবসায়ী খোকন দাস হত্যা, আদালতে ৩ আসামির স্বীকারোক্তি

১৩

ওসমান হাদির হত্যাকারী ফয়সালের সন্ধান দিলেন ডিবি প্রধান

১৪

জেলা দায়িত্বশীলদের প্রতি যে নির্দেশনা দিল জমিয়ত

১৫

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সাতক্ষীরায় কোরআন খতম ও দোয়া মাহফিল

১৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘লোক প্রশাসন’ দিবস উদযাপিত

১৭

চট্টগ্রাম-৯ / আপিল করবেন ‘যুক্তরাষ্ট্রের নাগরিক’ জামায়েত প্রার্থী ফজলুল হক

১৮

আ.লীগ নেতা গ্রেপ্তার

১৯

অংশীদারিত্ব ছাড়া শাসন ব্যবস্থার রূপান্তর হবে না : জেএসডি

২০
X